বানিয়াচংয়ে শিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। যাত্রাপাশা এলাকার মাখন দেবের ছেলে অঞ্জন দেবকে অভিযুক্ত করে ওই ছাত্রীর বাবা শুক্রবার স্থানীয় চেয়ারম্যান রেখাছ মিয়ার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত অঞ্জন দেব মহারত্নপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। শিশুটি যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
লিখিত অভিযোগে বলা হয়, ২৬ এপ্রিল সন্ধ্যার দিকে মেয়েটি বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলাধূলা করছিল। এ সময় পাশের বাড়ির অঞ্জন দেব মেয়েটিকে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটি ঘরে এসে তার মাকে ধর্ষণের কথা জানায়। মুরুব্বিসহ কাউকে ঘটনা না জানাতে গলায় ছুরি ধরে হুমকি দেয় অঞ্জন দেব। সামাজিকভাবে হেয়সহ হুমকির ভয়ে থানা পুলিশসহ এতদিন কাউকে ঘটনা বলেনি ধর্ষিতার পরিবার। গত শুক্রবার শিশুর বাবা দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়ার কাছে লিখিত অভিযোগ দেন। শিশুর বাবা চেয়ারম্যানকে জানান, ঘটনাটি মিটমাট করার জন্য পরবর্তীতে সামাজিকভাবে বসার চেষ্টা হয়েছিল। কিন্তু অঞ্জনের পরিবার এতে সাড়া দেয়নি।
এ সম্পর্কে জানতে অভিযুক্ত অঞ্জন দেবের মুঠোফোনে পরদিন শনিবার সন্ধ্যার দিকে প্রথমবার কল করলে রিসিভ করেননি। কিছুক্ষণ পর একাধিকবার কল করা হলেও অঞ্জন দেব রিসিভ না করে উল্টো ফোন কেটে দেন। স্থানীয়রা বলেছেন, ঘটনার পর থেকে শিক্ষক অঞ্জন দেব ঘরে ঘুমাননি। গা ঢাকা দিয়ে চলছেন।এলাকার মাখন দেবের ছেলে অঞ্জন দেবকে অভিযুক্ত করে ওই ছাত্রীর বাবা শুক্রবার স্থানীয় চেয়ারম্যান রেখাছ মিয়ার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত অঞ্জন দেব মহারত্নপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। শিশুটি যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
লিখিত অভিযোগে বলা হয়, ২৬ এপ্রিল সন্ধ্যার দিকে মেয়েটি বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলাধূলা করছিল। এ সময় পাশের বাড়ির অঞ্জন দেব মেয়েটিকে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটি ঘরে এসে তার মাকে ধর্ষণের কথা জানায়। মুরুব্বিসহ কাউকে ঘটনা না জানাতে গলায় ছুরি ধরে হুমকি দেয় অঞ্জন দেব। সামাজিকভাবে হেয়সহ হুমকির ভয়ে থানা পুলিশসহ এতদিন কাউকে ঘটনা বলেনি ধর্ষিতার পরিবার। গত শুক্রবার শিশুর বাবা দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়ার কাছে লিখিত অভিযোগ দেন। শিশুর বাবা চেয়ারম্যানকে জানান, ঘটনাটি মিটমাট করার জন্য পরবর্তীতে সামাজিকভাবে বসার চেষ্টা হয়েছিল। কিন্তু অঞ্জনের পরিবার এতে সাড়া দেয়নি।
এ সম্পর্কে জানতে অভিযুক্ত অঞ্জন দেবের মুঠোফোনে পরদিন শনিবার সন্ধ্যার দিকে প্রথমবার কল করলে রিসিভ করেননি। কিছুক্ষণ পর একাধিকবার কল করা হলেও অঞ্জন দেব রিসিভ না করে উল্টো ফোন কেটে দেন। স্থানীয়রা বলেছেন, ঘটনার পর থেকে শিক্ষক অঞ্জন দেব ঘরে ঘুমাননি। গা ঢাকা দিয়ে চলছেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *