হবিগঞ্জের হাওর অঞ্চলে ত্রাণ বিতরণ করলেন আহমেদ আলী মুকিব

হবিগঞ্জ প্রতিনিধি ॥ সৌদি আরব বিএনপির সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিবের অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্থ হবিগঞ্জের হাওর অঞ্চলে ত্রাণ বিতরণ করা হয়েছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ।
গত শনিবার বানিয়াচং উপজেলার মুরাদপুর বাজার, শ্রীমঙ্গলকান্দি ও বিজয়পুর বাজারে দিনব্যাপী ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে মেয়র জি কে গউছ বলেন- আহমদ আলী মুকিব বানিয়াচং-আজমিরীগঞ্জের কৃতি সন্তান। তিনি মধ্যপ্রাচ্য বিএনপির জনপ্রিয় নেতা এবং জিয়া পরিবারের অত্যন্ত আস্তাভাজন ব্যক্তি। সততার দিক দিয়ে আহমদ আলী মুকিবের বিকল্প নেই। তিনি সর্বদা পরোপকারী একজন মানুষ। তিনি সুদুর প্রবাসে থেকেও দেশের মাটি ও মানুষের কথা ভুলে যাননি। বানিয়াচং-আজমিরীগঞ্জের ক্ষতিগ্রস্থ কৃষকের দুর্দশার খবর শোনে তিনিও কষ্ট পেয়েছেন। তাই ক্ষতিগ্রস্থ কৃষকদের সাহস যোগাতে ত্রাণের ব্যবস্থা করেছেন।
মেয়র জি কে গউছ বলেন- মহান আল্লাহ আমাদের বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। তাই হতাশার কোন কারণ নেই। বিএনপির প্রত্যেক নেতাকর্মী ক্ষতিগ্রস্থ কৃষকের পাশে থাকবে। তারা এক বেলা খেলে কৃষকরাও এক বেলা খাবে।
হবিগঞ্জের হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে জি কে গউছ বলেন- কষ্টের ফসল হারিয়ে কৃষকরা আজ দিশেহারা। ঋণ ও মহাজনদের চিন্তায় কৃষকের ঘরে আজ ঘুম নেই। তাদের ছেলে-মেয়েদের লেখাপড়া আজ বন্ধের উপক্রম। তাই কৃষকদের পাশে দাড়ান, তাদের কষ্টের ভাষা বুঝার চেষ্টা করুন।
তিনি সরকারকে উদ্দেশ্য করেন বলেন- ভুলে যাবেন না, এ দেশের চালিকা শক্তি কৃষক। কৃষকের ট্যাক্সের টাকায় মন্ত্রী-এমপিদের বাসায় এসি চলে, বড় বড় কর্মকর্তা ও কর্মচারীদের বেতন হয়। তাই কৃষকদের ঋণ মওকুপ করে কৃষি সহায়তা বৃদ্ধি করুন। মেয়র বলেন- ১৯৯১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে ৫ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুপ করেছিল। বিনামূল্যে সার দিয়েছিল। বিএনপি মানেই কৃষি বান্ধব সরকার। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে কৃষকের কষ্ট থাকবে না।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি এভডোকেট মঞ্জুর উদ্দিন শাহীন, জাসাসের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোশাররফ আহমেদ ঠাকুর, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম, জেলা বিএনপির উপদেষ্টা নূরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াস, এড কামরুল হাসান চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক তাজুল ইসলাম ফরিদ, আমিনুল ইসলাম বাবুল জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াসমিন, সিলেট মহানগর বিএনপিরসহ স্বেচ্ছাসেবক বিষয়ক খালেদুর রশীদ ঝলক, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, সৈয়দ মুসফিক আহমেদ, বানিয়াচং বিএনপি নেতা মোতাব্বির হোসেন, এড আব্দুল কাদির, মোঃ কোহিনুর আলম, সালাউদ্দিন ফারুক, জেলা ছাত্রদলের সভাপতি ইমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শাহবুদ্দিন, যুবদল নেতা মর্তুজা আহমেদ রিপন, পৌর যুবদলের আহবায়ক শফিকুর রহমান সিতু, জিল্লুর রহমান, ফয়সল আহমেদ, সৈয়দা লাভলি সুলতানা, এডভোকেট সারওয়ার আলম খান, এডভোকেট রেজা, শেখ মামুন, হাফিজ ইসলাম, এডভোকেট বজলুল আমিন কাসেম, শাহীন আলম, প্রভাষক ছাদিরুজ্জামান জুসেফ, এডভোকেট গোলজার খান, মাহবুব আহমেদ, জি কে জলক, মখলিছুর রহমান, রাসেল ঠাকুর, আবু হুরায়রা নাহিদ, সাইফুল ইসলাম টিপু, মোবাশ্বির আহমেদ মজনু, জহির লস্কর, মোবাশ্বির আহমেদ, ফজলে হাসান রুমন, বিল্লাল আহমদ, আব্দুল আহাদ তুষার, আল আমিন, দিলশাদ, এনাম, শাহীন আলম, হাবিব মিয়া, আলিম উদ্দিন, ধন মিয়া, মুতি মিয়া, আব্দুর রউফ, আবুল কালাম, মন্নান লস্কর, ছামির আলী, তিতু মিয়া, জসিম উদ্দিন, আওলাদুল, এপিয়ান, রমজান আলী, শাহানুর রহমান আকাশ, মোস্তাক আহমেদ, নাসির উদ্দিন আফরোজ, সান্দু মিয়া, জাকির হোসেন, আকল মিয়া, আলী আহমেদ মেম্বার, নুর আলম, সালাউদ্দিন প্রমুখ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *