আশরাফ ট্রাভেলস এন্ড ট্যুরের তত্ত্বাবধানে ৩৫ হজ্ব যাত্রীর ওমরা শেষে দেশে ফিরছেন

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট মধ্যবাজারে সিকান্দার মার্কেটের ২য় তলায় অবস্থিত আশরাফ ট্রাভেলস এন্ড ট্যুরের সত্ত্বাধিকারি আলহাজ্ব আতাহার আলীর তত্ত্বাবধায়নে ৩৫ জন ওমরা হজ্ব যাত্রী নিয়ে হজ্ব শেষে দেশে ফিরেছেন। গত বৃহস্পতিবার সৌদি আরব থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন এবং ওই দিন শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ পৌছেন। আশরাফ ট্রাভেলসের উদ্যোগে ২০১৭ সালের ওমরা হজ্বের দ্বিতীয় প্যাকেজে এ বছর সাথে রয়েছেন, হবিগঞ্জের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার জমির আলী, কবি তাহমিনা বেগম গিনি, মোহাম্মদ আশরাফ ওয়াদুদ চৌধুরী, লস্করপুরের সৈয়দ হুমায়ূন রেজা, খাইরুল হাসান, মিরাশী গ্রামের হাজী দানিছ মিয়া ও মাওলানা শফিক আহমেদ, চুনারুঘাটের পাইকপাড়ার গ্রামের নুর মিয়া তালুকদার, ছয়শ্রী গ্রামের মোঃ হাবিবুর রহমান মাষ্টার, শাইলগাছ গ্রামের মোছাম্মদ মমতাজ আক্তারসহ ৩৫ জন যাত্রী।
উল্লেখ্য, আলহাজ্ব মাওলানা আতাহার আলী প্রায় ৩৪ বছর যাবৎ সুনামের সহিত হজ্ব ও ওমরা হজ্ব পালনের জন্য হাজীদের নিজে সাথে নিয়ে তিনি যান এবং বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেন। এছাড়াও হজ্ব যাত্রীদের সর্বোত্তম সেবা দিয়ে আসছে। চুনারুঘাটের একমাত্র আশরাফ ট্রাভেল এন্ড ট্যুরস্ নির্ভরশীল বিশ্বস্থ প্রতিষ্ঠান হিসেবে সুনাম রয়েছে। তিনি সকলের দোয়া প্রার্থী।
Leave a Reply