চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে চুনারুঘাটে মানববন্ধন

খন্দকার আলাউদ্দিন ॥ দুইজন চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানের উপর হামলার প্রতিবাদে চুনারুঘাটের চিকিৎসকরা কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেছেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুয়ায়ী সারাদেশের ন্যায় গতকাল রোববার সকাল ১১টায় চুনারুঘাট হাসপাতাল প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন-চুনারুঘাট হাসপাতালের টিএইচও দেবাশিষ দেবনাথ, আরএমও মোজ্জামেল হোসেন, ডাক্তার টিএম নাহিদুল আলম, ডাক্তার ফাতেমা হক, রাসমিনা আক্তার ও ডাক্তার সামিনা আক্তার প্রমুখ। বক্তরা অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ স্যার-সহ অন্যান্য চিকিৎসকদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার, সেন্ট্রাল হাসপাতালে আক্রমনকারী দর্বৃত্তদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা, মিডিয়া কর্তৃক ঢালাওভাবে ভুল চিকিৎসার সংবাদ পরিবেশন বন্ধ করা, কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে বিএমএ’র আহ্বানে এ মানবমন্ধন করা হয়। এ মানববন্ধন আগামী রোববার পর্যন্ত চলবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আফিয়া জাইন চৈতীর মৃত্যুর পর রাতে গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘অবহেলা’ ও ‘ভুল চিকিৎসার’ অভিযোগে একটি মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চৈতীর মৃত্যুর জন্য সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ-বুধবার ডেংগু জ্বর নিয়ে হাসপাতালটিতে ভর্তি হলেও তাকে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়। চৈতীর মৃত্যুর পর সতীর্থরা গ্রিন রোডের বেসরকারি হাসপাতালটিতে ভাংচুর চালায়।
Leave a Reply