চুনারুঘাটে যানজট নিরসন মুক্তকরণ লক্ষে মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌর শহরকে যানজট নিরসন মুক্তকরণ লক্ষে বাহুবলের রশিদপুর চা-বাগানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ১১টায় থেকে বিকাল ৫টা পর্যন্ত এ সভা চলে। চুনারুঘাট পৌরসভা সূত্রে জানাযায়, চুনারুঘাট যানজন নিরসনের লক্ষে পৌর মেয়র মো. নাজিম উদ্দিন সামছু বিভিন্ন সংঘনের সাথে ৭টি মতবিনিময় করেছেন। প্রত্যেকটি সেক্টর থেকে ২জন করে ১৪ জন করে নির্বাচিত করা একটি কমিটি গঠন হয়। চুনারুঘাট প্রেসক্লাব, ব্যকস, সিএনজি সমিতি, টমটম সমিতি, বাস মালিক সমিতি, টেম্পু সমিতির সভাপতি/সম্পাদক কে নিয়ে সভা করা হয়। পরে ওই কমিটি ৭টি মিটিং শেষে গত শনিবার রশিদপুরে নিরিবিল স্থানে সারাদিন ব্যাপী চুড়ান্ত সভার বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। উক্ত সভায় যানজট নিরসন মুক্তকরণ একটি প্রস্তাবিত কমিটি গঠন করা হয়। সভায় যানজট নিরসন লক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু তাহের, উপজেলা নির্বাহী অফিসার সিরাজামা মুনিরা, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু ও চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামানসহ যানজটকরণ কমিটি সদস্যদের নিয়ে থানা হল রুমে মিটিং করা চুড়ান্ত সিদ্ধান্তগৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন, চুনারুঘাট ব্যকস সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব ছিদ্দিকুর রহমান মাসুদ, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো.কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, পৌরসভার প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল, সিএনজি শ্রমিক সমিতির সভাপতি কাদির সরকার, সিএনজি মালিক সমিতির সেক্রেটারী মিজানুর রহমান সেলিম।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *