একজন মা’ই একটি ছাত্রের ভাল শিক্ষক চুনারুঘাটে মা সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ আগামী প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলতে একজন মায়ের অবদান অনেক বেশি। একজন মা’ই একটি ছাত্রের ভালো শিক্ষক। চুনারুঘাটবাসীর কাছে একটা দাবী আপনাদের ছেলে মেয়েকে পড়ালেখা করান। চুনারুঘাটকে একটি মডেল শিক্ষিত উপজেলা হিসেবে রূপান্তর করার লক্ষে কাজ করে যাচ্ছি। উপরোক্ত কথাগুলো গত শনিবার চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের পীরেরগাও গ্রামে সৈয়দ মদরিস আলী একাডেমিতে মা সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে বলেছেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। গত শনিবার সকাল ১১টায় একাডেমি প্রাঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় একাডেমির প্রতিষ্ঠাতা সৈয়দ মুজিবুল হাসান ইলিয়াছের সভাপতিত্বে ও চুনারুঘাট আইডিয়াল স্কুল এন্ড কলেজের সিনিঃ শিক্ষক সাইফুল ইসলাম মাসুদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, মিরাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, শাহজালাল বিজ্ঞান প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়া সৈয়দ মিজবা উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সৈয়দ মোদাব্বীর আলী, সাংগঠনিক সম্পাদক সজল দাস, ছাবিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিঃ শিক্ষক ও মিরাশী ইউপি আ.লীগ সেক্রেটারি আঃ ছামাদ আজাদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখছেন-রোমানা লস্কর ও মান পত্র পাঠ করেন ইছরান মস্তোফা। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদুল হক সুজন, একাডেমির অভিভাবক অবঃ সার্জজেন্ট ফুল মিয়া, শিক্ষক ওবাইদুর রহমান গ্রামবাসীর পক্ষে শিক্ষানুবীস আইনজীবী এনামুল হক, একাডেমির পরিচালক সজল দাস প্রমুখ। সভা শেষে সৈয়দ মদরিস আলী শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে অতিথিবৃন্দ ও জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের বিশেষ সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *