মুছিকান্দি শাহ মাদার মাজার শরীফে হামলা ভাংচুর ॥ খাদেমের ছেলে পুলিশ আহত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের মুছিকান্দি গ্রামের শাহ মাদার মাজার শরীফে হামলা ও ভাংচুর করেছে একদল দুর্বৃত্ত। গত শনিবার সন্ধ্যায় ৬টায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, প্রতিদিনের ন্যায় মাজারে দায়িত্ব পালন করেন খাদেম আ. কদ্দুছ মিয়া। ঘটনার দিন তার ছেলে পুলিশ সদস্য হাবিবুর রহমান ছুটিতে এসে মাজার জিয়ারতে যান। পূর্ব পরিকল্পিকভাবে গতকাল দুর্বৃত্তরা অবৈধভাবে মাজার শরীফে জায়গায় দলখ করতে আসে। তখন মো. হাবিবুর রহমানের উপর দুর্বৃত্তরা হামলা চালায়। তাকে একা পেয়ে দুর্বৃত্তরা বেধরক মারপিট ও মাজার শরীফে ভাংচুর শুরু করে। এ সময় হামলাকারীরা মাজার শরিফের খাদেম ঘর ভাংচুর, বাউন্ডারি, দানবক্স, মটরসাইকেল, মোবাইল সহ মাজারের টাকা পয়সা চিনিয়ে নিয়ে যায়। পরে আহত অবস্থায় পুলিশ সদস্য হাবিববুর হমানকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মুছিকান্দি গ্রামের মানিক মিয়া ও তার ছেলে মো. ফয়সাল মিয়া, শাহ আলম, মুখলিছ মিয়া ছেলে ডালিম মিয়া, গেদু মিয়া ছেলে বিল্লাল মিয়া ও জালাল মিয়া, আব্দুল আজিজের ছেলে আব্দুল মালেকসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে মাজারের খাদেম আব্দুল কদ্দুছ বাদী হয়ে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, প্রতি বছর শাহ মাদার মাজার শরীফে ওরস অনুষ্ঠিত হয়। এসময়ও দুর্বৃত্তরা ওরস বোন্ডল করার চেষ্টা চালায়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *