চুনারুঘাটে বিয়ে করে সংসার হলোনা পান্নার ॥ পিতার অভিযোগ মেয়েকে বিষপান করে হত্যা করা হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ভালবেসে ঘর করা হলোনা পান্না আক্তারের। লাশ হয়ে ফিরতে হল বাপের বাড়িতে। নিহত পান্নার পিতার অভিযোগ মেয়েকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। দীর্ঘ ২০দিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় পান্না আক্তার মারা যায়।এলাকাবাসী ও মামলার সূত্রে জানা যায়, উপজেলার দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের মানিক মিয়া মেয়ে পান্না আক্তারের সাথে একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে শিফনের সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। ওই প্রেমের সর্ম্পকের কারণে গত ১৫ এপ্রিল রাতে খাওয়া দাওয়ার শেষে পরিবারের লোকজন প্রতিদিনের ন্যায় পান্নাও ঘুমিয়ে পরে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখা যায় পান্না ঘরে নেই। পরে আশপাশে খোঁজ করে জানা যায় একই গ্রামের প্রেমিক শিফনের হাত ধরে অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়। এর পূর্বে পান্না আক্তারকে অন্যত্র একই গ্রামের মোস্তফা মিয়ার ছেলের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্ত শিফনের সাথে প্রেমের সর্ম্পক থাকার কারণে ওই বিয়ে বেশিদিন টিকেনি। পরে পান্না তার বাবার বাড়িতে চলে আসে। পালিয়ে যাওয়ার ১০/১২ দিন দুজন বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রীর পরিজয় হিসেবে বসবাস করে। পরে গত ২৭ এপ্রিল সকাল প্রায় ১০টায় শিপন পান্নাকে নিয়ে তার পৈত্রিক বসত বাড়িতে আসে। আসার পর শিপনের পরিবারের লোকজন পান্নাকে মেনে নিতে পারেনি এবং গালিগালাজ করে। এক পর্যায়ে পান্নাকে জোরপূর্ব বিষপান করিয়ে বাড়ির থেকে বের করে দেয় শিপনের পরিবার। পরে ওই দিন দুপুর ১টায় বিষপান করে ছটপট করায় অবস্থায় শিপনের পাশের বাড়ির আব্দুল হাসিম নামে এক ব্যক্তি পান্নার পরিবারের কাছে খবর দেয়। পরে পান্নার পরিবার উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে হবিগঞ্জ সদর ও পরে রোগীর আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপতালে প্রেরণ করেন। সেখানে ২০দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে গত ১৭মে বুধবার সন্ধ্যা ৭টায় মারা যায়। মৃত্যুর পর সিলেট কতোয়ালী থানার এসআই অনুপ কুমার চৌধুরী পান্নার সুরতহাল রিপোর্ট তৈরী করেন। থানায় ডাইরি নং ১৩২৯/১৭, মুলে ১৮মে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। পরে চুনারুঘাটের ইনাতাবাদ গ্রামের পিতার পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। পান্না বাবা মানিক মিয়া বাদী হয়ে গত ২০মে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনালে আদালতে মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে স্বামী ও পরিবারের লোকজন পলাতক রয়েছে। নিহত পান্নার বাবা মানিক মিয়া তদন্ত সাপেক্ষে মেয়ের হত্যার সুষ্টু বিচার দাবী করছেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *