চুনারুঘাট সদর হাসপাতাল ভবন ঝুঁকিপূর্ণ ॥ দূর্ঘটনার আশংকা

স্টাফ রিপোটার ॥ চুনারুঘাট সদর উপজেলার সরকারি হাসপাতাল ভবনের করুণ অবস্থা। জরুরী বিভাগের ছাদের আস্তর খসে পাথর, সিমেন্ট ও রড বেরিয়ে এসেছে। এর ফলে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। সরেজমিনে গিয়ে দেখা গেছে হাসপাতালের প্রধান গেইটের আশপাশে বেশ কয়েকটি পিলারে ফাটল ধরেছে। সিঁড়ির নিচে এবং ছাদের কিছু অংশের আস্তর খসে পড়েছে। রড বেরিয়ে পড়েছে। ছাদ পানি চুষছে। মহিলা ওয়ার্ডের একপাশের দেয়াল নষ্ট হয়ে গেছে। হাসপাতালের বাইরের দেয়ালে দেখা দিয়েছে আগাছা। পুরো ভবনটি এখন ঝুঁকিপূর্ণ। এর মধ্যেই চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। জানা যায়, মাস তিনেক আগে জরুরী বিভাগে ঔষধ সরবরাহ কেন্দ্র থেকে ঔষধ সংগ্রহের জন্য দাঁড়িয়েছিল ২ শিশুসহ চারজন মহিলা। ঔষধ নিয়ে বের হতে না হতেই হঠাৎ বিকট শব্দ করে ছাদের আস্তর খসে পড়ে। অনাকাঙিত দুর্ঘটনা থেকে বেঁচে যায় ওই শিশুসহ চার মহিলা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সেগুলো অন্যত্র সরিয়ে নেয়। রাণীগাঁও থেকে আগত এক রোগির স্বজন জানালেন, হাসপাতাল ভবনটি ঝুঁকিপূর্ণ ভবনে পরিণত হয়েছে। রড বের হয়ে গেছে। বিভিন্ন জায়গায় চকলা ভাইঙ্গা পড়ছে। কখন যে চকলা খসে পড়ে সেটি বলা যাচ্ছে না। বড়ই আতংকের মধ্যে আছি। হাসপাতাল নিজেই অসুস্থ হয়ে গেছে। ভবনটি মেরামতে উদ্যোগ আছে কিনা জানতে চাইলে চুনারুঘাট সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশিষ দেবনাথ বলেন, এর মেরামত প্রক্রিয়াধীন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *