রমজান মাসের প্রথম সপ্তাহে সৌদি আরবে দুই হাজারের অধিক কয়েদির মুক্তি লাভ

মোঃ মিজানুর রহমান সৌদি আরব ॥ রমজান মাসের প্রথম সপ্তাহে প্রবাসীসহ ২ হাজার ৭৪ কয়েদিকে মুক্তি দিয়েছে সৌদি আরব সরকার। রাজকীয় ক্ষমার যোগ্য বলে বিবেচিত হওয়ায় সম্প্রতি তাদের মুক্তির ঘোষণা দেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। ক্ষমা প্রার্থীদের আবেদন বিবেচনার জন্য তদারক কমিটি, কারাগার বিভাগ, পাসপোর্ট পুলিশ এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার সমন্বয়ে গঠিত বিশেষ কমিটি গঠিত হয়েছিল। তাদের সুপারিশ অনুযায়ী, প্রবাসীসহ ২ হাজার ৭৪ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছ, সৌদি কারাগারের সাধারণ অধিদপ্তরের মুখপাত্র কর্নেল আইয়ুব বিন নুহায়িত বলেন, বাদশাহ সালমানের ঘোষণার পর কয়েদিদের মুক্তির বিষয়টি পর্যবেক্ষণ করেন সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ মুহাম্মদ বিন নাইফ। কর্নেল আইয়ুব বিন নুহায়িত বলেন, মুক্ত হওয়া কয়েদিদের গোলাপ ফুল দিয়ে বিদায় জানিয়েছেন কারাগার পরিচালকরা। একইসঙ্গে প্রত্যেকের সুন্দর ভবিষ্যৎ জীবন কামনা করেন তারা। এই মাসের মধ্যে আরও কয়েদি মুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, বাদশাহর ঘোষণা অনুযায়ী ২ হাজার ৭৪ কয়েদির নাম প্রকাশের পর মুক্তির তালিকায় থাকা বন্দি এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে উল্লাস দেখা গেছে। অনেক কান্নায় ভেঙ্গে পড়েন। কেউ কেউ আবার সৃষ্টিকর্তার করুণা এবং বাদশাহ ও যুবরাজের এমন উদ্যোগের জন্য তাদের ধন্যবাদ জানান। কারাগারের সাধারণ অধিদপ্তরের এই মুখপাত্র বলেন, প্রতি বছর রমজান মাসের আগমন উপলক্ষে মানবিক দিক বিবেচনায় নিয়ে কিছু কয়েদিকে মুক্তি দেওয়া হয়। এই সময়ে মুক্তি পেতে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জমা দেন কয়েদিরা। তিনি আরও বলেন, এই উদ্যোগের ফলে নির্দিষ্ট সাজা ভোগ করার আগে মুক্তি পেতে কঠোর পরিশ্রম করেন দেশের বিভিন্ন কারাগারে থাকা বন্দিরা। এমন উদ্যোগ বন্দিদের মধ্যে ভালো কাজের উদ্দীপক হিসেবে কাজ করে। আর সমাজের উৎপাদনশীলতার অংশ হতেও উদ্বুধ্ব হন বন্দিরা। কর্নেল আইয়ুব বিন নুহায়িত বলেন, বন্দিদের মুক্তির আগে চাকরির বাজারে তাদের দক্ষতার প্রমাণ দিতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন কারাগারের পরিচালকরা। বিদ্যুৎ, মোবাইল ও কম্পিউটার সার্ভিসিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বন্দিদের। তিনি বলেন, বন্দিদশা থেকে মুক্তি পাওয়া কয়েদিদের চাকরির জন্য স্থানীয় বেসরকারি বিভিন্ন কোম্পানির সঙ্গেও যোগাযোগ করেছে কারা কর্তৃপক্ষ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *