হুমকির মুখে শাহজীবাজার রাবার বাগানের অস্তিত্ব

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ কর্তৃপক্ষের উদাসীনতায় শায়েস্তাগঞ্জ থানার বশিউক শাহজীবাজার রাবার বাগানের উৎপাদনশীল প্রায় শতাধিক রবার গাছ দুস্কৃতকারীরা কেটে নিয়ে গেছে। একের পর এক গাছ চুরির ঘটনায় চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়ন ও মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রঘুনন্দন পাহাড়ের পাদদেশে শাহজিবাজার রাবার বাগান অবস্থিত। এ থেকে গাছ ও বালু চুরি অব্যাহত রয়েছে। ফলে ঐতিহ্যবাহী এ বাগানটি অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। তার সাথে এর প্রভাব পড়ছে প্রাকৃতিক পরিবেশের উপরও। বাগান রক্ষা করা নিয়ে কারো কোন মাথা ব্যথা নেই। সূত্র জানায়- বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনায় পরিচালনায় প্রায় ২ হাজার একর পাহাড়ি জমির উপর শাহজিবাজার রাবার বাগানটি স্থাপিত হয় ১৯৮০ সালে। ৯০ সাল থেকে উৎপাদন শুরু হয়। এ পর্যন্ত বাগানটিতে আড়াই লাখ গাছ থেকে রাবার উৎপাদন হয়ে আসছে। বর্তমানে কী পরিমাণ গাছ রয়েছে, এ নিয়ে প্রশ্ন উঠেছে। বাগানটিতে ৭ বছর বয়সি রাবার গাছ থেকে উৎপাদন করা হয়। উৎপাদনকাল থেকে ২৫ বছর পর্যন্ত ভাল ফলন হয়ে আসছিল। এ হিসেবে ধরা হলে ২০১৫ সাল পর্যন্ত রোপনকৃত গাছগুলো থেকে উৎপাদনের মেয়াদ শেষ হয়েছে। তারপরও এসব গাছ থেকে রাবার উৎপাদন চলছে। এ ফাঁকে গাছগুলো চুরি করে কেটে নিচ্ছে এক শ্রেণির চোরেরা। সাথে তারা বাগানের ছড়া ও টিলা কেটে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করেও বিক্রি করছে। এতে করে বাগান এলাকার প্রাকৃতিক পরিবেশের উপর বিরাট বিরূপ প্রভাব পড়ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের তেমন কোন নজর নেই বললেই চলে। শাহজিবাজার রাবার বাগানের ব্যবস্থাপক শ্যামল কান্তি দেব বলেন- নিয়মনীতি মতে বাগান পরিচালনা করছি। বালু ও গাছ চুরি রোধে আমরা কঠোরভাবে দায়িত্ব পালন করছি। উল্লেখ্য, গত ৫ এপ্রিল শায়েস্তাগঞ্জ থানার নছরতপুর গ্রামে আব্দুল মতিন মিয়ার ছমিল থেকে বিপুল পরিমাণ রাবার গাছ উদ্ধার করেছে বাগান কর্তৃপক্ষ। টুকরো গাছ ও কাঠ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে শাহজিবাজার রাবার বাগানের ব্যবস্থাপক শ্যামল কান্তি দেব বলেন- বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে। অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক রাবার শ্রমিক নেতা এ প্রতিনিধিকে জানান- বিধান মতে ছমিলে রাবার গাছ চেরাই করার নিয়ম নেই। তারপরও প্রকাশ্যে বাগান থেকে রাবার গাছ চুরি হচ্ছে। আবার দিনের বেলায় নছরতপুরের আব্দুল মতিনের করাত কল থেকে চেরাই করা অবস্থায় টুকরোসহ প্রায় দেড়শ’ ফুটের মতো রাবার গাছ উদ্ধার করা হয়েছে। শ্রমিক নেতাদের সহযোগিতা উদ্ধারকৃত এসব গাছ বাগান কর্তৃপক্ষের জিম্মায় রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এ শ্রমিক নেতা জানান- বাগানের চার পাশে কোন প্রাচীর না-থাকায় অবাধে রাবার গাছ চুরি হচ্ছে। এতে বাগানটি অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। এ ব্যাপারে দেখভালকারীদের ভূমিকা রহস্যজনক। এছাড়া সম্প্রতি চুক্তিভিক্তিক পাহারাদার জাফর মিয়া কিছু চোরাই রাবার গাছ উদ্ধার করে বাগান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। শায়েস্তাগঞ্জ থানা ও মাধবপুর থানায় অর্ধশতাধিক করাত কল গড়ে উঠেছে। ওইসব করাত কলে চুরাইকৃত রাবার গাছ নিয়ে চিরাই করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *