স্বামীর প্রহারে প্রতিবন্ধী স্ত্রী ও শ্বাশুরী গুরুতর আহত ॥ মামলা করেও কোন প্রতিকার পাচ্ছেন না

মিরাশী প্রতিনিধি ॥ বিদেশ যাওয়ার জন্য ২ লক্ষ টাকা না দেয়ায় প্রতিবন্ধী স্ত্রী স্বপ্না ও শ্বাশুরী রেজিয়াকে হাতুড়ী দিয়ে পিঠিয়ে মারাত্মক আহত করেছে কাউছার মিয়া নামে এক পাষন্ড স্বামী। ঘটনাটি ঘটেছে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের রাখি গ্রামে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন। প্রতিবন্ধী স্ত্রী স্বপ্না ও শ্বাশুরী রেজিয়া বেগম মামলা করেও কোন সুফল পাচ্ছেনা বলে অভিযোগ করেছেন নির্যাতিত পরিবার। এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্বাশুরী রেজিয়া বেগমের ছেলে সন্তান না থাকায় পার্শ্ববর্তী গ্রামের কাওছার মিয়াকে ঘর জামাই করে নিয়ে আসেন প্রায় ১০ বছর আগে। তাদের ২ ছেলে এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে কাউছার বিভিন্ন সময় টাকা দাবী করে এবং টাকা না দিলে জোর জুলুম করে আসছে। ক’দিন পূর্বে মালশিয়ায় যাওয়ার জন্য ২ লক্ষ টাকা দাবী করলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্র্যায়ে কাওছার হাতুড়ী নিয়ে তার প্রতিবন্ধী স্ত্রী ও শাশুরীকে পিঠিয়ে মারাত্মক আহত করে। এলাকাবাসী উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে রেজিয়া বেগম বাদী হয়ে হবিগঞ্জ কোর্টে ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। কিন্তু পুলিশ এখনও পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি বলে পরিবাবারে অভিযোগ।
Share on Facebook
Leave a Reply