চুনারুঘাটে-কালেঙ্গা রাস্তাগুলোর বেহাল দশা ॥ দেখার কেউ নেই

এস আর সুজন ॥ চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের শেষ সীমানা ও ৯নং রাণীগাঁও ইউনিয়নের শেষ সীমানা সৈয়দাবাদ মিরাশী রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে। ওই রাস্তা দিয়ে চরম ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল করে। রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় চলার অনুপযোগী হয়ে পড়েছে। কিন্তু চুনারুঘাট সদরে আসার বিকল্প রাস্তা না থাকায় জীবনের ঝুঁকি নিয়েও এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ ও যানবাহনকে যাতায়াত করতে হয়। সাধারণ মানুষের এই দূর্ভোগ দেখার কেউ নেই। এছাড়া খোয়াই নদীর পূর্বাঞ্চলের পাকুড়িয়া, আইতন বটেরতল, বড়জুষ ও রেমা কালেঙ্গা সড়কের রাস্তাগুলো এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ফলে বেশ কয়েকটি গ্রামের প্রায় অর্ধ লক্ষ মানুষ চরম দূর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় একটি সূত্র জানায়, ওই রাস্তাগুলো দিয়ে প্রতিদিন ট্রাক, ট্রাক্টর, সিএনজি, অটোরিক্সা, টমটমসহ ছোট বড় অসংখ্য যানবাহন চলাচল করে। বর্তমানে প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের অভাবে ওইসব রাস্তা ছোট-বড় গর্ত এবং অনেক স্থানে দেবে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জীবন জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে ওই রাস্তাগুলো দিয়ে যাতায়াত করছে স্কুল-কলেজ, মাদরাসার ছাত্র-ছাত্রীসহ এলাকার সাধারণ মানুষ। রাস্তা ভেঙ্গে যাওয়ার কারণে প্রায়ই ছোটখাটো দূর্ঘটনা ঘটে থাকে। ওই রাস্তাগুলো দ্রুত সংস্কার না হলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। রাস্তাগুলো পুনঃ মেরামতের জন্য স্থানীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল ও ভুক্তভোগী সাধারণ গ্রামবাসী।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *