পাহাড়ি ঢলে ভেঙ্গে গেছে চুনারুঘাটের চন্ডিছড়া ব্রীজ পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধঅবিরাম বর্ষণে চুনারুঘাট-মাধবপুর-বাহুবলের অর্ধশতাধিক ব্রীজ-কালভার্ট ঝূঁকিপূর্ণ

মোঃ কামরুল ইসলাম ॥ পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের চুনারুঘাট উপজেলার ছন্ডিছড়া চা-বাগানের ব্রীজ ভেঙ্গে পানির ¯্রােতে তলিয়ে গেছে। ফলে শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট-মাধবপুর তিন উপজেলার মাঝে সম্পর্ক বিচ্ছিন্ন ও সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। টানা এক সপ্তাহ ধরে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে গতকাল সোমবার সকালে ব্রীজটির এপ্রোচ ধেবে মাটি সরে গিয়ে পানিতে ভেসে যায়। এদিকে উপজেলার আমু চা-বাগান থেকে আমুরোড হয়ে বিকল্প সড়ক পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় উপজেলার ৩টি চা বাগানসহ ওই এলাকার হাজার হাজার মানুষের যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, চন্ডিছড়া এলাকার ব্রীজটি দক্ষিণাংশে প্রায় ৬০ফুট ভেঙ্গে ভাসিয়ে নিয়ে গেছে। এতে শত শত চা গাছ পানিতে তলিয়ে নিয়ে গেছে। এ ব্যাপারে চন্ডিছড়া চা বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, অনুমানিক সকাল ৬টার দিকে বিকট শব্দে ব্রীজটির দক্ষিণাংশের সড়ক ভেঙ্গে যায়। এতে পানিতে ভাসিয়ে নিয়ে গেছে প্রায় ৬০ ফুট সড়ক। ব্রিজটি এমন ভাবে ভেঙ্গেছে, মনে হচ্ছে এখানে পূর্বে কোন সড়ক ও ব্রীজ ছিল না।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রীজের নীচ থেকে বালু উত্তোলন করার কারণে প্রথমে ব্রীজটি দেবে যায় এবং অতি বৃষ্টি-বর্ষণের ফলে এটি ভেঙ্গে যায়। এছাড়া আরও ১৫টি স্থানে ব্যাপক ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। ৪টি ব্রীজের এপ্রোচ দেবে গেছে। গাইড ওয়াল ও মাটি বরাট বস্তা দিয়ে কোনো কোনো জায়গা মেরামত করছে সড়ক ও জনপদ বিভাগ। এদিকে হবিগঞ্জ সদর উপজেলার সুতাং ব্রীজটিও দেবে গেছে। জেলা প্রশাসন ঝুকিপূর্ণ ব্রীজে যান চলাচল বন্ধ করে দিয়েছে। এদিকে বাহুবলের রশিদপুরে ৪/৫টি স্থানে টিলা ধ্বসে মিরপুর শ্রীমঙ্গল সড়কে যানচলাচলের বিঘœ ঘটাচ্ছে। অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন বসিয়ে চা বাগান থেকে বালু উত্তোলন করার কারণে চুনারুঘাট, মাধবপুর, শাহজীবাজার, সুরমা, মনতলা, দেউন্দি, বাহুবলের রশিদপুর, সাতগাঁওসহ অসংখ্য স্থানে শতাধিক ব্রীজের এপ্রোচ দেবে গেছে। এছাড়া ইছালিয়া, করাঙ্গী ছড়া এলাকায় ব্রীজ গুলো ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। অধিক বালু বোঝাই ট্রাক পরিবহনের কারণে এলজিইডির শত শত সড়ক ব্রীজ ভেঙ্গে চুরমার হয়ে গেছে। অভিজ্ঞ মহলের মতে একশ্রেণীর বালু খেকোদের হিংস্র থাবায় আজ চা বাগান, ব্রীজ, কালবার্টসহ যানচলাচলের এরকম দূরাবস্থা। সরকার উল্লেখিত বিষয়ে নজর না দিলে প্রতি বছরই এ অবস্থার সৃষ্টি হবে।
Leave a Reply