চুনারুঘাটে নিরিহ পরিবারকে মামলা দিয়ে হয়রাণী ॥ আদালতে মামলা খারিজ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট মসজিদের মোয়াজ্জীনের নিরীহ পরিবারকে মামলা দিয়ে হয়রানী হয়রানির অভিযোগ পাওয়া গেছে। জায়গা জমির নিয়ে চুনারুঘাট উপজেলার উসমানপুর গ্রামের আব্দুল নুর মিয়া বাদী হয়ে একই ইউনিয়নের ইউসুফ খানসহ ৩/৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলা বিজ্ঞ আদালত খারিজ করেন এবং
ইউসুফ খানগংদের পক্ষে রায় প্রদান করেন। স্থানীয় সুত্রে জানা যায়, চুনারুঘাট তহসিল অফিসে আব্দুন নুরের জালিয়াতি ও প্রতারণা বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেন ইউসুফ খান। অভিযোগকারী উপজেলার দক্ষিণ জারুলিয়া গ্রামের হিরণ মিয়া। তার অভিযোগে জানা যায়, উসমানপূর গ্রামের মৃত হাশিমের পুত্র আব্দুন নূর উরপে দালাল নূর দীর্ঘদিন যাবত চুনারুঘাট ভুমি অফিসে দালালী করে আসছে। তার জালিয়াতি ও প্রতারণার শিকার হয়ে অনেকেই নিঃস্ব হয়েছেন। গ্রামের সহজ-সরল মানুষের জমির দলিল ও নামজারির জন্য টাকা পয়সা নিয়ে ভূয়া নামজারির মাধ্যমে নিজের নামে নামজারি করে। এ ছাড়া দলিল নম্বার নকল করে সমস্যা দেখিয়ে উল্টো টাকা আদায় করে। অভিযোগে আরও পাওয়া যায় আজমল খান , হিরণ খান, আনোয়ার খানের ৫৬ শতাংশ শতাংশ ভূমি জাল জালিয়াতির মাধ্যমে আব্দুন নুরের নামে নামজারি করিয়া একটি মামলা দায়ের করেস। উক্ত মামলা মিথ্যা প্রমাণিত হয়। বর্তমানে ও সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এমন অনেক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তার বিরুদ্ধে স্থানীয় পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশ হলে দৌড়ঝাপ শুরু করে। এদিকে গত বছর দুর্নীতি দমন কমিশনে জারুলিয়া গ্রামের ইউসুফ খান আঃ নুরের বিরুদ্ধে ভূয়া দলিলের মাধ্যমে নামজারী ও রেকর্ড করে নেয়া, দলিলের নম্বর নকল করে সমস্যা দেখিয়ে উল্টো টাকা আদায়, জালিয়াতী ও প্রতারণার মাধ্যমে কোটি টাকা সম্পদ অর্জনসহ বিভিন্ন লোকের আপত্তিনামা দিয়ে ভোগান্তি সৃষ্টিসহ নানা দুর্নীতি বিষয়ে অভিযোগ একটি অভিযোগ দায়ের করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *