চুনারুঘাট থানা কমিউনিটি পুলিশিংয়ের ইফতার মাহফিল

খন্দকার আলাউদ্দিন ॥ চুনারুঘাট থানা কমিউনিটি পুলিশিং এর ইফতার দোয়া ও মাহফিল এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। শুক্রবার পুলিশ প্রশাসনের উদ্যোগে চুনারুঘাট থানার উদ্যোগে প্রাঙ্গনে এ মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) নির্বাচনী এলাকার সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পিপি এডঃ এম আকবর হোসেন জিতু। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) জয়দেব কুমার ভদ্র, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা, চুনারুঘাট পৌর মেয়র মো. নাজিম উদ্দিন সামছু ও আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ সায়েদুল হক সুমন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, হবিগঞ্জ জেলার এডিশনাল এসপি আ.স.ম শামছুর রহমান, সদর সার্কেল হায়াতুন নবী, মাধুবপুর-চুনারুঘাট সার্কেলের এএসপি এসএম রাজু আহমেদ, বাহুবল-নবীগঞ্জ সার্কেলের এএসপি রাসেলুর রহমান প্রমখূ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- চুনারুঘাট ব্যক্স সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব ছিদ্দিকুর রহমান মাসুদ, পৌর আওয়ামীলীগ সভাপতি তাহির মিয়া মহালদার, সেক্রেটারী আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সজল দাস, ওয়াহেদ আলী মাষ্টার, সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান আঃ রশিদ, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, দেওরগাছ ইউপি চেয়ারম্যান শামছুন নাহার চৌধুরী, উবাহাটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রজব আলী, পাইকপাড়া ইউপি চেয়ারম্যনা আলহাজ্ব শামছুজ্জামান শামীম, শানখলা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মো. কামরুল ইসলাম, সেক্রেটারী জামাল হোসেন লিটন, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী আবুল কালাম আজাদ, যুগ্ন-সম্পাদক ফারুক মাহমুদ, চুনারুঘাট সাংবাদিক ফোরাম সেক্রেটারী খন্দকার আলা উদ্দিন, যুগ্ন-সম্পাদক আজিজুল হক নাছির, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ, সাংবাদিক জিলানী আখনজি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সেক্রেটারী সাইফুল আলম রুবেল, উপজেলা যুবলীগের যুগ্ন-সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মানিক সরকার, সহসভাপতি মাসুদ আহমেদ, যুবলীগ নেতা আব্দুল হাই প্রিন্স, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহজাহান চৌধুরী, সেক্রেটারী মুজিবুর রহমান মুজিব, উপজেলা তাতীলীগের আহবায়ক কবির মিয়া খন্দকার, পৌর কৃষকলীগ সেক্রেটারী জায়েদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সুহেল আরমান, যুগ্ন-আহবায়ক শফিউল আলম রুবেল, ইফতেখারুল আলম রিপন, পৌর ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মিজান, সহÑসভাপতি শিফন খান, কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদারসহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *