মাদকের কবলে সোনার ছেলেরা

তোফাজ্জল ইসলাম ॥ মাদক এমন বস্তু যা নেশা সৃষ্টি করে। কোন ব্যক্তি যদি সেই নেশায় অব্যস্ত হয় সে সহজে সেই নেশা থেকে ফিরতে পারে না। আজকের সমাজে কিশোর, যুবক, নও-জোয়ান যারা আগামী দিনের দেশ গড়ার ফুটন্ত গোলাপ তারপা সেই মাদকের সাথে উতপ্রোত ভাবে জড়িত।তারা তাদের মা-বাবার কাছে পড়ালেখার কথা বলে এবং বিভিন্ন মিথ্যা বায়না পেশ করে সেই টাকা এনে মাদক ক্রয় করে। এমন কি অনেক জায়গায় তারা নেশার টাকা জোগাড় করতে না পেরে মা বাবার উপর এবং পরিবারের সদস্যদের উপর নির্মমভাবে অত্যাচার করে।বাবা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে,আর এদিকে সন্তান সেই টাকা দিয়ে নেশা দ্রব্য ক্রয় করে বন্ধু-বান্ধবের অবৈধ আড্ডায় নিমজ্জিত হয়।এক সময় তাদের পরিবারে অভাব অনটন দেখা দেয় এবং পরিবারের সবাই রাস্তার ভিখারি হয়ে যায়। তখন নেশায় নিমজ্জি ব্যক্তিরা কোন দিক অবলম্বন না পেয়ে সমাজের মধ্যে অন্যায়, অত্যাচার, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানিসহ একসময় তারা হিংসাত্বক হয়ে উঠে। তাদের এই কর্মকান্ডের দ্বারা একদিকে যেমন তাদের উজ্জল ভবিষ্যৎ নষ্ট করে অন্যদিকে দেশ তাদের কাছ থেকে ভালো কিছু একটা পাওয়ার আশা করছিলো তাই একেবারে নিঃশেষ হয়ে যায়। পরিবারের অর্থনীতি মজবুত ভিত্তির উপর দাঁড়াতে পারে না। একজন ব্যক্তির জীবন নাশ হওয়ার পেছনে প্রথমত পরিবারের সচেতনতার অভাব,দ্বিতীয়ত সমাজে মাদক ব্যবসায়ীর প্রভাব।সেই মাদক ব্যবসায়ী আইনের চোখে গ্রেফতার হয়েও আবার তারা নিশ্চিন্তে ব্যবসা করছে। অনেক সময় অনেক জায়গায় মাদক আটক করা হয়। কিন্তু অদৃষ্টের পরিহাস সেই মাদকগুলি অর্ধেক গায়েব হয়ে যায়।আর বাকি অর্ধেক থানায় জমা দেওয়া হয়। আইনের লোকেরা অনেক সময় অপরাধীকে গ্রেফতার করে পরে তা রাস্তার মধ্যে ডান হাত আর বাম হাতের ব্যাপার হয়ে যায়। তাহলে পাঠকবৃন্দই বলুন আমার দেশের সোনার ছেলেরা কীভাবে মাদক মুক্ত হবে।তাই প্রশাসনের কাছে আমার প্রত্যাশা,আপনারা তদন্ত করে প্রকৃত অপরাধীকে চিহিœত করে তাদের আইনের আওতায় নিয়ে আসুন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *