শায়েস্তাগঞ্জে ঈদ বাজারে বৃষ্টির হানা

এস এইচ টিটু ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পণ্যের সমারোহে দোকান সাজালেও বৃষ্টি বিড়াম্বনায় অনেকটাই বেকার দিন কাটাচ্ছেন বিভিন্ন বিপণীবিতানের বিক্রেতারা। সোমবার শায়েস্তাগঞ্জ শহরের স্টেশন রোড, দাউদনগর বাজার, হবিগঞ্জ রোড, পৌর মার্কেট, পুরান বাজার এলাকা ঘুরে দেখা যায়- বৃষ্টিতে কেনাবেচা একেবারে স্থবির হয়ে পড়েছে। বিক্রেতাদের মত বিড়াম্বনার কথা শুনিয়েছেন ক্রেতারাও। বৃষ্টির কারণে অনেকেই যেমন পছন্দসই কেনাকাটা করতে পারেননি, তেমনি খালি হাতে ফিরেছেন কেউ কেউ। দুপুরে দাউদনগার বাজারের কে.আলী প্লাজা, মাহতাব শপিং কমপ্লেক্স, সিরাজ প্লাজায় গিয়ে দেখা যায় দোকান পাট খোলা থাকলেও ক্রেতা শুন্য। কে. আলী প্লাজার বিসমিল্লাহ গার্মেন্টস এর মালিক আব্দুল কাদির বলেন, ঈদকে কেন্দ্র করে দোকানে ২৫ লক্ষ টাকা মালামাল ওঠানো হয়েছে। এবার এমনি কম বিক্রি, তার উপর বৃষ্টিতে বেচাকেনা মান্দা যাচ্ছে। বেশি বিক্রির আশায় অতিরিক্ত ২০ লক্ষ টাকার পণ্য তুলে হতাশ মদিনা ক্লথ স্টোরের মালিক আফজাল হোসাইন। এস.টি ফ্যাশনের মালিক মঈনুল হাসান রতনও জানালেন একই কথা। তিনি বলেন- বৃষ্টি কমলে আশাকরি বিক্রি বাড়বে। কেনাকাটা করতে আসা ক্রেতারাও বৃষ্টি বিড়াম্বনার কথা জানালেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *