Monthly Archives: June 2017

চুনারুঘাটের সাটিয়াজুরী ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষনা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে ইউনিয়ন অফিস সভা রুমে এক অনুষ্টানের আয়োজন করা হয়। ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা। বাজেটে সম্ভ্যাব্য আয় ধরা হয়েছে ১২১৯৯৯০৪ টাকা। ব্যায় ধরা হয়েছে ১২১৯৯৯০৪ টাকা। বাজেট পেশ করেন চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জহুর আলী, সেলিম মিয়া,আব্দুল মন্নান, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদুল হক সুজন, জসিম উদ্দিন তুলাই, ফারুক মিয়া, বানেছা বেগম প্রমূখ।

মহিদ আহমদ চৌধুরী আমাদের সময়ের চুনারুঘাট প্রতিনিধি

প্রেস বিজ্ঞপ্তি ॥ নতুন ধারার জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার চুনারুঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মহিদ আহমদ চৌধুরী। চলতি মাসের ৩ মে বিকালে ঢাকাস্থ তেজগাঁও পত্রিকা অফিসে এ প্রতিনিধির হাতে পরিচয়পত্র তুলে দেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ গোলার সারোয়ার। এসময় উপস্থিত ছিলেন, বার্তা সম্পাদক শাহজাহান কমর। মহিদ আহমদ চৌধুরী চুনারুঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি। তিনি ১৯৭৮ ইং থেকে তৎকালীন সাপ্তাহিক দৃষ্টিকোণ থেকে সাংবাদিকতা শুরু করেন। জাতীয় দৈনিক প্রভাত, জনতা, বাংলাবাজার, গণজাগরণ, যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। সাংবাদিকতা ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত। তিনি চুনারুঘাট পূর্বাঞ্চল থানা বাস্তবায়ন কমিটির সভাপতি ও ভোক্তা অধিকার আইন (ক্যাব) চুনারুঘাট উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এবং জাতীয় পার্টি চুনারুঘাট উপজেলা শাখার ...

রমজান মাসের প্রথম সপ্তাহে সৌদি আরবে দুই হাজারের অধিক কয়েদির মুক্তি লাভ

মোঃ মিজানুর রহমান সৌদি আরব ॥ রমজান মাসের প্রথম সপ্তাহে প্রবাসীসহ ২ হাজার ৭৪ কয়েদিকে মুক্তি দিয়েছে সৌদি আরব সরকার। রাজকীয় ক্ষমার যোগ্য বলে বিবেচিত হওয়ায় সম্প্রতি তাদের মুক্তির ঘোষণা দেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। ক্ষমা প্রার্থীদের আবেদন বিবেচনার জন্য তদারক কমিটি, কারাগার বিভাগ, পাসপোর্ট পুলিশ এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার সমন্বয়ে গঠিত বিশেষ কমিটি গঠিত হয়েছিল। তাদের সুপারিশ অনুযায়ী, প্রবাসীসহ ২ হাজার ৭৪ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছ, সৌদি কারাগারের সাধারণ অধিদপ্তরের মুখপাত্র কর্নেল আইয়ুব বিন নুহায়িত বলেন, বাদশাহ সালমানের ঘোষণার পর কয়েদিদের মুক্তির বিষয়টি পর্যবেক্ষণ করেন সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ মুহাম্মদ বিন নাইফ। কর্নেল আইয়ুব বিন নুহায়িত বলেন, মুক্ত হওয়া কয়েদিদের ...