চুনারুঘাটের বিশিষ্ট আইনজীবী আব্দুল হাই’র দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উজেলার বাগুলা গ্রামের আইনজীবী ও তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মোস্তফা মোর্শেদ তালুকদারের বাবা আব্দুল হাই তালুকদারের দাফন সম্পন্ন হয়েছে। গত শনিবার বেলা ১১টায় উপজেলার বাগুলা গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার নামাজে জানাযায় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য শহিদ উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক পিপি এম আকবর হোসেন জিতু, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, রাণীগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোমীন চৌধুরী ফারুক, আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী আবুল কালাম আজাদ, ডাঃ মোস্তাকিম সাহিদ, ডাঃ মোজাম্মেল হোসেন প্রমুখ। পৌর শহরের দক্ষিণ হাতুন্ডা (কলেজ রোড) বাসিন্দা এডঃ আব্দুল হাই তালুকদার (৬৫) গত শুক্রবার বেলা ১২টায় ঢাকায় তাঁর বড় ছেলে তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মোস্তফা মোর্শেদ তালুকদার এর বাসায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চুনারুঘাট উপজেলার বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। তাঁরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Share on Facebook
Leave a Reply