আলো ছড়াচ্ছে চুনারুঘাট সরকারী কলেজের লাইব্রেরী!

মোঃ সাইফুর রহমান ॥ চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চুনারুঘাট সরকারী কলেজের শিক্ষার্থীদের মধ্যে আলো ছড়াচ্ছে প্রতিষ্ঠানের লাইব্রেরীটি। কথায় আছে লাইব্রেরী জাতির সভ্যতা ও উন্নতির মানদন্ড। কথাটির যতার্থতা খুঁজে পাওয়া যায় প্রতিষ্ঠানের লাইব্রেরীতে। লাইব্রেরীটি কলেজ প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই আলো ছড়িয়ে যাচ্ছে প্রতিষ্ঠানের শিক্ষাথীদের মধ্যে। বর্তমানে লাইব্রেরীটির অবস্থান কলেজের বিজ্ঞান ভবনের দ্বিতীয় তলায়। লাইব্রেরীটির বর্তমান সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ আব্দুল আওয়াল। তার সাথে কথা বলে জানা যায়, প্রতিদিন লাইব্রেরীতে ৭০-৮০ জন ছাত্র/ছাত্রী এসে বিভিন্ন প্রকারের বই পড়ে। লাইব্রেরীতে বর্তমানে বিজ্ঞান, ব্যবসা ও মানবিক শাখার পাঠ্যবই সংশ্লিষ্ট বই ছাড়াও সাহিত্য, গবেষণা, বিজ্ঞান ও নানা প্রকার বইয়ের সংখ্যা আনুমানিক ৫ থেকে ৬ হাজার। লাইব্রেরীতে প্রতিদিন ২টি দৈনিক পত্রিকা, সাপ্তাহে ২টি সাপ্তাহিক পত্রিকা, মাসে ২টি মাসিক পত্রিকা আসে। লাইব্রেরীতে পাঠরত এক কলেজ ছাত্র বলেন, লাইব্রেরীতে পড়তে এসে খুব আনন্দ পাচ্ছি। বড় ভবন, সুন্দর ব্যবস্থাপনা, পরিস্কার পরিচ্ছন্ন নির্মল পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। লাইব্রেরী সহকারী আব্দুল আওয়াল এর কাছে এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত লাইব্রেরী খোলা থাকে। লাইব্রেরী পরিস্কার পরিচ্ছন্ন ও নির্মল রাখতে যথেষ্ঠ চেষ্টা করি। এছাড়া কলেজ শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সৃজনশীল মেধা বিকাশ নামক শিক্ষামূলক সংগঠনের উদ্যোগে প্রতি সাপ্তাহে ধারাবাহিকভাবে পাঠচক্র অনুষ্ঠিত হয় বলে তিনি জানান। লাইব্রেরীকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা সকলের।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *