Monthly Archives: August 2017
রেমা-কালেঙ্গা অভয়ারণ্য, গ্রীনল্যান্ড পার্ক ও সাতছড়ি জাতীয় উদ্যান ভ্রমন পিপাসুদের বরণে প্রস্তুতনিরাপত্তার জন্য পুলিশ, বিজিবি, আনসার ও ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হয়েছে।
খন্দকার আলাউদ্দিন ॥ ঈদের ছুটিতে ভ্রমন পিপাসুদের বরণে প্রস্তুত রয়েছে পর্যটন সম্ভাবনাময় চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান, রেমা-কালেঙ্গা অভয়ারণ্য, ও গ্রীনল্যান্ড পার্কসহ নানা বিনোদন কেন্দ্র। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা কালেঙ্গা অভয়ারন্যে পর্যটকদের আকর্ষণে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তার জন্য আনসার সদস্য ও ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োজিত থাকবে পর্যটন পুলিশ সদস্যও। থাকবে বিজিবি’র টহল দল। সাতটি ছড়ার সম্বনয়ে গঠিত সাতছড়ির সৌন্দর্য্য উপভোগ করতে এবার বৃষ্টি না থাকলে পর্যটকের সংখ্যা বাড়বে বলে ধারনা করা হচ্ছে। জানা গেছে, পরিবেশ বান্ধব পর্যটন ব্যবস্থাপনায় আগত পর্যটকদের জন্য টুরিষ্ট স্প, বসার বেঞ্চ, ট্রেইল সংস্কার, দোলনা, বিলবোর্ড, পানি ও টয়লেট নতুন সংযোজন করা হয়েছে। এছাড়া ফরেষ্ট গেষ্ট হাউজ, স্টুডেন্ট ডরমিটরি, ইন্টার পিটিশন ...
চুনারুঘাটে শোক সভায় যুবলীগের নেতাকর্মীরা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাড়াবে চুনারুঘাটে শোক সভায় যুবলীগের নেতাকর্মীরা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাড়াবে —এমপি নুরুন্নবী চৌধুরী শাওন
মোস্তাক তরফদার মাসুম ॥ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে চুনারুঘাটে শোকসভা, র্যালী ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল ৩টায় পৌর শহরের মধ্যবাজারে চুনারুঘাট উপজেলা যুবলীগের উদ্যোগে এবং সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগে সার্বিক সহযোগিতায় পৌর শহরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-(চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসস্য সদস্য এডভোকেট মাহবুব আলী, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ ...
চুনারুঘাটের তালমন
শাহ ফখরুজ্জামান ॥ রসগোল্লার নাম তালমন। আকারে ছোট। তবে রসে টসটসে। মুখে জল আনে। বিশেষত্ব হলো, এটি মৌসুমি মিষ্টান্ন। ভাদ্র-আশ্বিনে তৈরি করা হয়। সে সুবাদে শারদীয় খাবার মিষ্টি হিসেবেও এর পরিচিতি আছে। বিশ্বায়নের এই যুগেও গায়ে সেভাবে বাণিজ্যিক মোড়ক লাগেনি। তবে বগুড়ার দই, টাঙ্গাইলের পোড়াবাড়ীর চমচম, মুক্তাগাছার মণ্ডা, নাটোরের কাঁচা গোল্লা, কুমিল্লার রসমালাই- এসব মিষ্টান্নের সঙ্গে গুণ বিচারে তালমন দূরে ঠেলে দেওয়ার মতো নয়। যুগ যুগ ধরে ভোজন রসিকদের রসনা তৃপ্ত করে চলেছে চুনারুঘাটের তালমন। স্থানীয় লোকজ সংস্কৃতিতেও অনন্য স্থান দখল করে আছে মিষ্টান্নটি।
তালের রসে তৈরি মৌসুমি মিষ্টান্ন তালমন হবিগঞ্জ জেলার সর্বত্রই পাওয়া যায়। তবে পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ার 'তালের বড়া'র সঙ্গে একে গুলিয়ে ফেলাটা ঠিক হবে না। কারণ এ ...
চুনারুঘাটে গরুর হাটে দেশীয় গরুর সমাহার দাম বেশি হওয়ায় এখনও কেনাবেচা কম
এস আর সুজন ॥ চুনারুঘাটে শেষ মুহুর্তের গরুর হাট জমতে শুরু করেছে। হাটে প্রচুর দেশীয় গরুর সমাহার থাকলেও বাজার এখনও চড়া। ফলে এখনো বেচাকেনা সেই হারে শুরু হচ্ছে না। ভারতীয় গরু আসলে দাম কমবে এমন আশায় মানুষজন গরু কিনছেন খুবই কম। উপজেলার নির্ধারিত চুনারুঘাট পীরের বাজার, আমুরোড ও দূর্গাপুর বাজার গরুর হাট ছাড়াও ঈদ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন বাজারে এখন প্রতিদিন গরুর হাট বসছে এমন বাজারের সংখ্যা প্রায় ২০টি। এসব হাটে গত কয়েক দিন ঘুরে দেখা গেছে, প্রচুর দেশীয় গরু আসছে হাটে। কিন্তু সেই তুলনায় গরুর বেচাকেনা শুরু হচ্ছে না। কারণ হিসেবে জানা যায়, বেপারীরা গরুর মুল্য হাকছেন অনেক বেশি। মুল্য বেশি থাকায় ক্রেতারা অপেক্ষা করছেন গরুর মুল্য কমার। অনেকেই ...
কোরবানির চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার
প্রথম সেবা ডেস্ক ॥ আসন্ন পবিত্র ঈদুল আযহার সময় পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে দেশের সরকার। কোরবানির গরুর চামড়া প্রতি ফুট ঢাকার ভেতরে ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ছাগল ও ভেড়ার ক্ষেত্রে দেশের সর্বত্র ফুটপ্রতি দাম হবে ২০ থেকে ২২ টাকা। আর বকরির চামড়ার দাম প্রতি ফুট ১৫ থেকে ১৭ টাকা। কোরবানির পশুর চামড়ার দর সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রোববারে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই কোরবানির চামড়ার দাম নির্ধারণ শেষের পাতার পর ॥ সভা হয়। এতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে এই সভায় আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব এম আবদুল্লাহ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সুভাশিষ বোস, পুলিশের আইজির প্রতিনিধি, ...
চুনারুঘাটে অসহায়দের মাঝে ভাতার কার্ড বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের
রায়হান আহমেদ ॥ চুনারুঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২ শতাধিক দরিদ্র ও অসহায়দের মধ্যে বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৪টায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে এসব কার্ড বিতরণ চুনারুঘাটে ভাতার কার্ড বিতরণ করেণ উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বারীন্দ্র চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, দপ্তর বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, তথ্য ও গবেষনা সম্পাদক হাছান আলী, পাইকপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুছ, শানখলা ইউপি সভাপতি শফিক মিয়া তরফদার, সাধারণ সম্পাদক আবুল কালাম এখলাছ চৌধুরী, উবাহাটা ইউনিয়ন সভাপতি আলহাজ্ব আকবর আলী, সাটিয়াজুরী ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান, সেক্রেটারি ...
চুনারুঘাটের গ্রামীণ দেড়শ কিলোমিটার সড়ক তছনছ
আবুল কালাম আজাদ ॥ অবাধে মাটি ও বালি পরিবহন এবং অতিমাত্রার বৃষ্টির কারণে চুনারুঘাট উপজেলার অভ্যান্তরীন প্রায় দেড়শ কিলোমিটার গ্রামীন সড়ক তছনছ হয়ে গেছে। খানাখন্দের কারণে উপজেলার অভ্যন্তরীন ১৫/১৬টি রাস্তায় এখন যান চলাচল একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। কোন কোন রাস্তায় স্থানীয় ভাবে লোকজন মেরামত করে কোন রকম চলাচল করছেন। এদিকে ভারী যানবাহনের কারণে ইতোমধ্যে ৩টি ব্রীজ ধ্বসে পড়েছে এবং আরো ৫টি ব্রীজ ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়া রয়েছে গ্রামীণ সড়কে চলাচলকারী অটোটেম্পু ও অটোরিক্সার যন্ত্রনা। এ অবস্থায় উপজেলা ৩ লক্ষাধিক মানুষ গ্রামীন সড়কে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। মরার উপর খারার ঘা’র মতো এসে দাড়িয়েছে বর্ষার অতিমাত্রার বৃষ্টি ও বন্যা। বৃষ্টি ও বন্যার কারণে পিজ উঠে কাদা মাটিতে একাকার হয়ে ...
লাখাইয়ে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থানের টাকা আত্মসাত
হবিগঞ্জ প্রতিনিধি ॥ লাখাইয়ে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ৪ জন মেম্বারের বিরুদ্ধে এ অভিযোগ তুলেন শ্রমিকরা। তাদের দাবি শ্রমিকদের টাকাতো নিয়েছেনই, উপরন্তু তাদের হুমকিও দিয়েছেন চেয়ারম্যান ও মেম্বাররা। এ বিষয়ে তারা দুদক কার্যালয়ে একটি অভিযোগও দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে করাব ইউপি চেয়ারম্যান আব্দুল হাই কামাল জানান, প্রজেক্টের চেয়ারম্যান হন স্থানীয় মেম্বাররা। এখানে তার কোন এখতিয়ার নেই।
তিনি বলেন, আমার নির্দেশে যদি হতো তবে সব ওয়ার্ডেই হওয়ার কথা। সব ওয়ার্ড থেকেই আমি টাকা নিতাম। শুধু ৩ ওয়ার্ড থেকে কেন। তাছাড়া যার নামে চেক হয় তাকেই গিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হয়। অন্য কাউকে টাকা দেয়না ব্যাংক কর্তৃপক্ষ।
তিনি আরও বলেন, আমি প্রভাব খাটালে ...
চুনারুঘাট পৌরসভায় ৭৬ লাখ টাকা ব্যয়ে রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন

সরকারি সফরে আবু জাহির এমপি’র যুক্তরাষ্ট গমন

হবিগঞ্জের নতুন ডিসি মনীষ চাকমা

চুনারুঘাটে ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট’র উদ্বোধন

আওয়ামীলীগ নেতা রইছ উল্লার ছেলের প্রহারে ইউনুছ রক্তাক্ত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পূর্ব শত্রুতার জের ধরে নিরীহ ইউনুস উল্লা (৬০) বছর বয়সী এক বৃদ্ধকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে একদল দুর্বৃত্ত। গত বৃহস্পতিবার রাত ১২টায় পৌরসভার তেলোত্তা গ্রামের ছিদ্দিক উল্লার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনুছ মিয়ার সাথে বাড়ির রাস্তা নিয়ে একই গ্রামের আওয়ামীলীগ নেতা রইছ উল্লার সাথে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলছে। এ নিয়ে স্থানীয় মুরব্বীরা একাধিকবার বিচার সালিশ অনুষ্ঠিত হয়। বিচারে কোন সমাধান হয়নি। দীর্ঘদিনের বিরোধের জের ধরেই ওই দিন রাত পূর্বপরিকল্পিতভাবে উৎপেত থাকা মসকুদ মিয়াসহ একদল দুর্বৃত্ত বৃদ্ধ ইউনুছ মিয়ার উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা বৃদ্ধের শরিলে বিভিন্ন অংশে দাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তার শোর-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ...
সেচ্ছাশ্রমই সমস্যা সমাধানের চলমান প্রক্রিয়াব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

ইটভাটা পরিবেশ ধংসের অগ্নিকুন্ডাল!

চুনারুঘাটে র্যাব-পুলিশের অভিযানে ৩২২ পিচ ইয়াবাসহ ২ ব্যবসায়ীকে আটক

কৌতুক মোঃ তোফাজ্জল মিয়া
দুই ভিক্ষুক ও এক ছাত্রের মধ্যে কথোপকথন ছচ্ছে...
প্রথম ভিক্ষুক ঃ ছাত্র ভাই কোথায় যাচ্ছেন? একটুদাঁড়ান না..
ছাত্র ঃ আরে আমার সময় নেই , কি বলবেন বলুন?
দ্বিতীয় ভিক্ষুক ঃ এই ছেলে? আমরা কী লেখাপড়া করি নাই নাকি?
প্রথম ভিক্ষুক ঃ আরে! বিনা লেখাপড়ায় আমরা ভিক্ষার মত মহান পেশায় নেমেছি নাকি?
দ্বিতীয় ভিক্ষুক ঃ আরে তুই জেনে রাখিস, আমরা খুব শিক্ষিত! ইন্টার ফেল হলেও আমরা ডিগ্রি পাশ।
ছাত্র ঃ অযথা আবোল তাবোল না বকে আমাকে বিদায় দিন। আপনাদের মত ফালতু সময় আমার কাছে নেই।
দ্বিতীয় ভিক্ষুক ঃ তুই আবার আমাদের অশিক্ষিত বলছিস? বল তোর যোগ্যতা কী?
ছাত্র ঃ জানেন আমি বিয়ে পরিক্ষায় যাচ্ছি। আমার হাতে সময় নেই।
প্রথম ভিক্ষুক ঃ আরে এ কয় কী? সারা জীবন বাপ ...
বিপাকে ফ্রি ভিসার কাতার প্রবাসী বাংলাদেশিরা
নুর উদ্দিন সুমন, কাতার থেকে ॥ বিপাকে পড়েছেন সকল ফ্রি ভিসার কাতার প্রবাসী বাংলাদেশিরা। একই সঙ্গে সে দেশের ভাষা না জানার কারণে চরম দুর্ভোগেও পড়েন তারা। এ অবস্থায় বাংলাদেশি শ্রমিকদের নির্ধারিত কোম্পানির অধীনে কাজ নিয়ে কাতারে যাওয়ার পরামর্শ দিয়েছেন সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, কাতার বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ শ্রমবাজার। মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি হচ্ছে একটি লোভনীয় ব্যবসা। কাতারে বহু বাংলাদেশি কোম্পানি এখন জনশক্তি রপ্তানির ব্যবসা করছে। তাদের ফ্রি ভিসার নামে বাংলাদেশিরা প্রতারিত হচ্ছেন স্বদেশেরই ভিসা ব্যবসায়ী এবং দালালদের কাছে। বড় বড় কন্ট্রাক্টিং কোম্পানিতে তাদের প্রজেক্টের জন্য হাজারো শ্রমিকের দরকার হয়। রিক্রটমেন্ট কোম্পানিগুলো ভিসার জন্য এসব কোম্পানির এইচআর ডিপার্টমেন্টে ধর্ণা দেয়। অনেক সময় কোম্পানির লোভী এইচআর ম্যানেজার ...