Daily Archives: August 7, 2017

চুনারুঘাটের গ্রামীণ দেড়শ কিলোমিটার সড়ক তছনছ

আবুল কালাম আজাদ ॥ অবাধে মাটি ও বালি পরিবহন এবং অতিমাত্রার বৃষ্টির কারণে চুনারুঘাট উপজেলার অভ্যান্তরীন প্রায় দেড়শ কিলোমিটার গ্রামীন সড়ক তছনছ হয়ে গেছে। খানাখন্দের কারণে উপজেলার অভ্যন্তরীন ১৫/১৬টি রাস্তায় এখন যান চলাচল একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। কোন কোন রাস্তায় স্থানীয় ভাবে লোকজন মেরামত করে কোন রকম চলাচল করছেন। এদিকে ভারী যানবাহনের কারণে ইতোমধ্যে ৩টি ব্রীজ ধ্বসে পড়েছে এবং আরো ৫টি ব্রীজ ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়া রয়েছে গ্রামীণ সড়কে চলাচলকারী অটোটেম্পু ও অটোরিক্সার যন্ত্রনা। এ অবস্থায় উপজেলা ৩ লক্ষাধিক মানুষ গ্রামীন সড়কে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। মরার উপর খারার ঘা’র মতো এসে দাড়িয়েছে বর্ষার অতিমাত্রার বৃষ্টি ও বন্যা। বৃষ্টি ও বন্যার কারণে পিজ উঠে কাদা মাটিতে একাকার হয়ে ...

লাখাইয়ে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থানের টাকা আত্মসাত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ লাখাইয়ে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ৪ জন মেম্বারের বিরুদ্ধে এ অভিযোগ তুলেন শ্রমিকরা। তাদের দাবি শ্রমিকদের টাকাতো নিয়েছেনই, উপরন্তু তাদের হুমকিও দিয়েছেন চেয়ারম্যান ও মেম্বাররা। এ বিষয়ে তারা দুদক কার্যালয়ে একটি অভিযোগও দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে করাব ইউপি চেয়ারম্যান আব্দুল হাই কামাল জানান, প্রজেক্টের চেয়ারম্যান হন স্থানীয় মেম্বাররা। এখানে তার কোন এখতিয়ার নেই। তিনি বলেন, আমার নির্দেশে যদি হতো তবে সব ওয়ার্ডেই হওয়ার কথা। সব ওয়ার্ড থেকেই আমি টাকা নিতাম। শুধু ৩ ওয়ার্ড থেকে কেন। তাছাড়া যার নামে চেক হয় তাকেই গিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হয়। অন্য কাউকে টাকা দেয়না ব্যাংক কর্তৃপক্ষ। তিনি আরও বলেন, আমি প্রভাব খাটালে ...

চুনারুঘাট পৌরসভায় ৭৬ লাখ টাকা ব্যয়ে রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম পাকুড়িয়া গ্রামে ৭৬ লাখ টাকা ব্যয়ে পাকা রাস্তার উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ রাস্তার উদ্বোধন করেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছুর সভাপতিত্বে ও চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, জেলা পরিষদ সদস্য ফরিদ আহমেদ তালুকদার, উপজেলা প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ মাস্টার, ব্যকস সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, ...

সরকারি সফরে আবু জাহির এমপি’র যুক্তরাষ্ট গমন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গমন করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। গত শনিবার রাত ১টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে রাজউকের একটি অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে তিনি দেশ ত্যাগ করেন। যুক্তরাষ্ট যাওয়ার পথে যুক্তরাজ্যের নিকটাত্মীয়ের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। সেখান থেকে যুক্তরাষ্টের ওয়াশিংটনে যাবেন। পরে যুক্তরাষ্টের বিভিন্ন শহরে একাধিক প্রোগ্রামে যোগদান করবেন এমপি আবু জাহির। আগামী ১৪ আগস্ট তার বাংলাদেশে ফেরার কথা রয়েছে। উক্ত সফরে গাজীপুরের সংসদ সদস্য জাহিদ হাসান রাসেল এবং রাজউকের চেয়ারম্যান আব্দুর রহমানসহ রাজউকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেবেন। এছাড়া এমপি আবু ...

হবিগঞ্জের নতুন ডিসি মনীষ চাকমা

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন মনীষ চাকমা। এর আগে তিনি সড়ক ও জনপথ অধিদপ্তরের এস্টেট অফিসার হিসাবে দায়িত্ব পালন করছিলেন। সর্বশেষ তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ২৪ জুলাই সোমবার যমুনা টেলিভিশন সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চুনারুঘাটে ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট’র উদ্বোধন

স্টাপ রিপোর্টার ॥ চুনারুঘাটে ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট নামে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার সকাল ১১টায় ফিতা কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের। চুনারুঘাট ব্যাকস সভাপতি আলহাজ্ব মোঃ আবুল হোসেন আকল মিয়ার সভাপতিত্বে ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট এর পরিচালক মোঃ ইসমাইল হোসেন বাচ্চু ও চীফ ইন্সট্রাক্টর মোঃ আল আমিন হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর ব্যরিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন, চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু সজল দাস, ...

আওয়ামীলীগ নেতা রইছ উল্লার ছেলের প্রহারে ইউনুছ রক্তাক্ত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পূর্ব শত্রুতার জের ধরে নিরীহ ইউনুস উল্লা (৬০) বছর বয়সী এক বৃদ্ধকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে একদল দুর্বৃত্ত। গত বৃহস্পতিবার রাত ১২টায় পৌরসভার তেলোত্তা গ্রামের ছিদ্দিক উল্লার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনুছ মিয়ার সাথে বাড়ির রাস্তা নিয়ে একই গ্রামের আওয়ামীলীগ নেতা রইছ উল্লার সাথে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলছে। এ নিয়ে স্থানীয় মুরব্বীরা একাধিকবার বিচার সালিশ অনুষ্ঠিত হয়। বিচারে কোন সমাধান হয়নি। দীর্ঘদিনের বিরোধের জের ধরেই ওই দিন রাত পূর্বপরিকল্পিতভাবে উৎপেত থাকা মসকুদ মিয়াসহ একদল দুর্বৃত্ত বৃদ্ধ ইউনুছ মিয়ার উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা বৃদ্ধের শরিলে বিভিন্ন অংশে দাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তার শোর-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ...

সেচ্ছাশ্রমই সমস্যা সমাধানের চলমান প্রক্রিয়াব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

রায়হান আহমেদ ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের লস্কর বাড়ি থেকে ইকবাল হুজুরের মসজিদ পর্যন্ত ৩ কিঃমিঃ কাঁচা রাস্তা সেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার করা হয়েছে। গতকাল শুক্রকার দিনব্যাপী নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে সেচ্ছাশ্রম দ্বারা ইট, বালু, কংক্রিট ও সুরকির মিশ্রনে কাঁচা রাস্তাটি সংস্কার করেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে। চলাচলের একমাত্র রাস্তাটি সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে সীমাশূন্য কাদার সৃষ্টি হয়। ফলে এলাকার জনসাধারণের চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছিল। শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে আসা-যাওয়া করতে পারতো না। সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীরা দুষ্যহ জীবন-যাপন করছেন। স্বাধীনতার ৪৫বছর পরও এ কাঁচা রাস্তা ...

ইটভাটা পরিবেশ ধংসের অগ্নিকুন্ডাল!

নাজিরুজ্জামান শিপন ॥ দেশে বায়ূ দূষণে শতকরা ৩৫ ভাগের জন্য দায়ী ইটভাটাগুলো। চুনারুঘাট উপজেলাসহ বিভিন্ন উপজেলায় দিন দিন ইটভাটা বেড়েই চলেছে। চুনারুঘাট থেকে নতুন ব্রীজ পর্যন্ত প্রায় ১৫টি ইটভাটা স্থাপন হয়েছে। অনেকটির কাজ সম্পন্ন হয়েছে আবার অনেকগুলো নতুন করে স্থাপন করা হচ্ছে। এই ইটভাটা গুলোতে সালফার সম্পন্ন কয়লা পোড়ানোর ফলে ধোয়ার মাধ্যমে বাতাসের সঙ্গে মিশে পরিবেশের বিপর্যয় ঘটেছে। ইটভাটা থেকে নির্গত ধোয়ার ক্ষতিকর আনবিক কণা থাকায় পরিবেশসহ বড় ধরণের স্বাস্থ্য ঝুকিতে রয়েছেন ইটভাটার শ্রমিকরা। বেশিরভাগ ইটভাটাই স্থাপন করা হয়েছে লোকালয়,বিদ্যালয়ের কাছে ও কৃষি জমিতে। এছাড়াও আধুনিক প্রযুক্তির পরিবর্তে ব্যবহৃত হচ্ছে ১২০ফুট উচ্চতার অবৈধ ড্রাম চিমনি। কাঠ ও অত্যন্ত নি¤œমানের কয়লা পোড়ানো এবং সল্প উচ্চতার ড্রাম চিমনি ব্যবহার করায় ইটভাটা ...

চুনারুঘাটে র‌্যাব-পুলিশের অভিযানে ৩২২ পিচ ইয়াবাসহ ২ ব্যবসায়ীকে আটক

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বাইশ পিচ ইয়াবাসহ মোঃ সাইফুল ইসলাম জিহাদ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে পৌর শহরের পশ্চিম পাকুরিয়া গ্রামের মৃত আব্দুল মনাফ মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই মোঃ সেলিম হোসেনের নেতৃত্বে এএসআই আলমাছ মিয়া, মোঃ আব্দুল্লাহ, মোস্তফাসহ একদল পুলিশ পৌর শহরের পশ্চিম পাকুরিয়া গ্রামে আব্দুল হাইয়ের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি বসত ঘর থেকে মোঃ সাইফুল ইসলাম জিহাদকে বাইশ পিচ ইয়াবাসহ হাতে নাতে আটক করে পুলিশ। আটকের পরে থানায় নিয়ে আসা হয়। পুলিশ জানায়, সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথ জড়িত রয়েছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে,এম ...

কৌতুক মোঃ তোফাজ্জল মিয়া

দুই ভিক্ষুক ও এক ছাত্রের মধ্যে কথোপকথন ছচ্ছে... প্রথম ভিক্ষুক ঃ ছাত্র ভাই কোথায় যাচ্ছেন? একটুদাঁড়ান না.. ছাত্র ঃ আরে আমার সময় নেই , কি বলবেন বলুন? দ্বিতীয় ভিক্ষুক ঃ এই ছেলে? আমরা কী লেখাপড়া করি নাই নাকি? প্রথম ভিক্ষুক ঃ আরে! বিনা লেখাপড়ায় আমরা ভিক্ষার মত মহান পেশায় নেমেছি নাকি? দ্বিতীয় ভিক্ষুক ঃ আরে তুই জেনে রাখিস, আমরা খুব শিক্ষিত! ইন্টার ফেল হলেও আমরা ডিগ্রি পাশ। ছাত্র ঃ অযথা আবোল তাবোল না বকে আমাকে বিদায় দিন। আপনাদের মত ফালতু সময় আমার কাছে নেই। দ্বিতীয় ভিক্ষুক ঃ তুই আবার আমাদের অশিক্ষিত বলছিস? বল তোর যোগ্যতা কী? ছাত্র ঃ জানেন আমি বিয়ে পরিক্ষায় যাচ্ছি। আমার হাতে সময় নেই। প্রথম ভিক্ষুক ঃ আরে এ কয় কী? সারা জীবন বাপ ...

বিপাকে ফ্রি ভিসার কাতার প্রবাসী বাংলাদেশিরা

নুর উদ্দিন সুমন, কাতার থেকে ॥ বিপাকে পড়েছেন সকল ফ্রি ভিসার কাতার প্রবাসী বাংলাদেশিরা। একই সঙ্গে সে দেশের ভাষা না জানার কারণে চরম দুর্ভোগেও পড়েন তারা। এ অবস্থায় বাংলাদেশি শ্রমিকদের নির্ধারিত কোম্পানির অধীনে কাজ নিয়ে কাতারে যাওয়ার পরামর্শ দিয়েছেন সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, কাতার বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ শ্রমবাজার। মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি হচ্ছে একটি লোভনীয় ব্যবসা। কাতারে বহু বাংলাদেশি কোম্পানি এখন জনশক্তি রপ্তানির ব্যবসা করছে। তাদের ফ্রি ভিসার নামে বাংলাদেশিরা প্রতারিত হচ্ছেন স্বদেশেরই ভিসা ব্যবসায়ী এবং দালালদের কাছে। বড় বড় কন্ট্রাক্টিং কোম্পানিতে তাদের প্রজেক্টের জন্য হাজারো শ্রমিকের দরকার হয়। রিক্রটমেন্ট কোম্পানিগুলো ভিসার জন্য এসব কোম্পানির এইচআর ডিপার্টমেন্টে ধর্ণা দেয়। অনেক সময় কোম্পানির লোভী এইচআর ম্যানেজার ...

বাহুবলে বন্ধ হচ্ছে না অবৈধ বালু উত্তোলন

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার ২ নং পুটিজুরী ইউনিয়নের দি প্যালেস রিসোর্ট রাস্তার পাশে কালিছড়া থেকে ড্রেজার মেশিন দিয়ে প্রতিদিনই চলছে অবৈধ ভাবে বালু উত্তোলন। প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন করা নিয়ে এলাকায় নানা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। বালু উত্তোলনে ব্যবহার করছে শিশু শ্রমিকদের। এলাকাবাসি জানান, মিরের পাড়া গ্রামের পূর্ব দিকে দি প্যালেস রিসোর্ট এর রাস্তার পাশেই কালিছড়া থেকে প্রতিদিন অবৈধ ভাবে বালু উত্তোলন করছেন যাদবপুর গ্রামের একটি প্রভাবশালী চক্র। দীর্ঘদিন যাবত কালিছড়া বালু মহাল টি সরকারি ভাবে ইজারা না থাকলেও অবৈধ ভাবে বালু উত্তোলন করছে ওই মহলটি। ওই রাস্তা দিয়ে দি প্যালেস রিসোর্টে প্রায়ই যাতায়াত করছেন এমপি, মন্ত্রী, প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ। এ স্পটে ২০০ গজের মধ্যে রয়েছে পুটিজুরী ...

চুনারুঘাটে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার পাইকুড়া গ্রামে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। গত ৩ আগষ্ট বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহত সূত্র জানায়, ওই গ্রামের সজল মিয়ার সাথে হেলাল মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে ওই সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় জামিলা (৫০), পারভিন (৪২), শাহেনা (২২), দুলাল (২৭), রাহুল (৪০), সজল মিয়া (৫২), জাবেদ আলী (২২), হেলাল মিয়া (১৮) ও কাজল মিয়া (৫০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চুনারুঘাটে ১৩০তম কাব ও স্কাউট বেসিক কোর্সের প্রশিক্ষণ সমাপ্ত

মোস্তাক তরফদার মাসুম ॥ চুনারুঘাটে কাব ও স্কাউট লিডার বেসিক কোর্সের ৪দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। শনিবার রাত টায় চুনারুঘাট ডিসিপি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৪ দিন ব্যাপী কোর্স সমাপ্ত অনুষ্ঠান আলোচনা সভা ও মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, ডিসিপি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান চৌধুরী শামছুন্নাহার, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আউয়াল, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ নাহা, সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ আহমদ, মিরাশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অব্দুল মালেক, সহকারী প্রাথমিক শিক্ষা ...

চুনারুঘাটে আইপিএম ক্লাবে কৃষি যন্ত্রপাতি বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে উপজেলার পশ্চিম পীরেরগাও আইপিএম ক্লাবে ১৫ লাখ টাকা মুল্যের বিভিন্ন প্রকার কৃষিযন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। গত শনিবার দুপুরে এক অনুষ্ঠানে এ যন্ত্রপাতি বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের। খামার যান্ত্রীকিকরনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এসব যন্ত্রপাতি প্রদান করা হয়। একই সাথে আইপিএম ক্লাবে কৃষি সেবা প্রদান কেন্দ্র উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে পশ্চিম পীরেরগাও গ্রামে ইউপি রানীগাও ইউপি চেয়ারম্যান নুরুল মোমিন চৌধুরী ফারুকের সভাপতিত্বে যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। এতে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উ্িদ্দন সরকার, ...

চুনারুঘাটে পৃথক অভিযানে ১১ কেজি গাঁজা ও ২৫০পিচ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার ॥ প্রতিদিনের ন্যায় মাদক বিরোধী অভিযানের সময় চুনারুঘাটে ৩ মাদক সম্রাটকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার রাত সাড়ে ৮ টায় চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের গুচ্ছগ্রামের আবু তাহের মিয়া ওরফে তারা মিয়ার ছেলে পন্ডিত মিয়ার বসত ঘরে বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা, ২শ’ ৫০ পিচ ইয়াবাসহ তিন মাদক সম্রাটকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল, পৌর শহরের গুচ্ছগ্রামের আলী মিয়ার ছেলে সুহেল মিয়া (৩০), চন্দনা গ্রামের মৃত আঃ নুরের ছেলে হান্নান মিয়া (৩২), উপজেলার গাতাবলা গ্রামের আহাম্মদ আলীর ছেলে কাজল মিয়া (৩৫)। বৃহস্পতিবার তাদের হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়। অপরদিকে গতকাল বৃহস্পতিবার ভোর রাতে পৌর শহরের চন্দনা এলাকায় ...

সাংবাদিক ও মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানিচুনারুঘাটের মোশাহিদ খুনের নেপথ্যে ম্যাগনেট খুটি !

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের আলোচিত মোশাহীদ খুনের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। মোশাহীদ খান ওরফে সরফরাজ খান ওই গ্রামের মৃত ফিরোজ খানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ম্যাগনেট খুটি, বর্জপাতে নিহত মানুষের কংকাল ও সাতছড়ি পাহাড় থেকে তক্ষক ধরে এনে ব্যবসা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এই ব্যবসার দ্বন্ধের জের ধরে তিনি ২০১৫ সালে ২০ নভেম্বর বাড়ীর অদূরে ব্যবসায়ি অংশীদারদের দ্বারা খুন হন বলে অভিযোগে প্রকাশ। ব্যবসায়ি অংশীদাররাই আবার ওই মামলার স্বাক্ষী। ওইদিন তড়িঘরি করে তার স্ত্রী সেফুল আক্তারকে বাদী না করে তার ভাই কদ্দুছ খান বাদী হয়ে চুনারুঘাট থানায় হত্যা মামলা রুজু করেন। জানা যায়, ম্যাগনেট খুটি ও কাল বিড়াল ব্যবসায়ীদের প্রতারণার বিরুদ্ধে একাধিক সংবাদ পরিবেশন করায় সাপ্তাহিক ...