ইটভাটা পরিবেশ ধংসের অগ্নিকুন্ডাল!

নাজিরুজ্জামান শিপন ॥ দেশে বায়ূ দূষণে শতকরা ৩৫ ভাগের জন্য দায়ী ইটভাটাগুলো। চুনারুঘাট উপজেলাসহ বিভিন্ন উপজেলায় দিন দিন ইটভাটা বেড়েই চলেছে। চুনারুঘাট থেকে নতুন ব্রীজ পর্যন্ত প্রায় ১৫টি ইটভাটা স্থাপন হয়েছে। অনেকটির কাজ সম্পন্ন হয়েছে আবার অনেকগুলো নতুন করে স্থাপন করা হচ্ছে। এই ইটভাটা গুলোতে সালফার সম্পন্ন কয়লা পোড়ানোর ফলে ধোয়ার মাধ্যমে বাতাসের সঙ্গে মিশে পরিবেশের বিপর্যয় ঘটেছে। ইটভাটা থেকে নির্গত ধোয়ার ক্ষতিকর আনবিক কণা থাকায় পরিবেশসহ বড় ধরণের স্বাস্থ্য ঝুকিতে রয়েছেন ইটভাটার শ্রমিকরা। বেশিরভাগ ইটভাটাই স্থাপন করা হয়েছে লোকালয়,বিদ্যালয়ের কাছে ও কৃষি জমিতে। এছাড়াও আধুনিক প্রযুক্তির পরিবর্তে ব্যবহৃত হচ্ছে ১২০ফুট উচ্চতার অবৈধ ড্রাম চিমনি। কাঠ ও অত্যন্ত নি¤œমানের কয়লা পোড়ানো এবং সল্প উচ্চতার ড্রাম চিমনি ব্যবহার করায় ইটভাটা গুলোতে নির্গত কালো ধোয়া ব্যাপকভাবে দূষিত করছে বায়ূ। এতে করে ইটভাটার পার্শ্ববর্তী এলাকা ও গ্রামীণ জনপদের পরিবেশগত বিপর্যয়সহ জনস্বাস্থ্যের জন্য মারাতœক হুমকি তৈরি করা হয়েছে। এছাড়া কালো ধোয়ার কারণে মানুষের ফুসফুসে সমস্যা শ্বাসকষ্ট জনিত ও নানা রোগ দেখাসহ ধূলা ময়লা উড়ে মানুষের শরীরে প্রবেশ করে এলার্জির সৃষ্টি করে। আর ইট তৈরিতে ব্যবহৃত হচ্ছে ফসলি জমির উপরিভাগের মাটি। যার ফলে জমির ফসল অনেকটাই কমে যাচ্ছে। পরিবেশ বাঁচাতে এলাকার মানুষ বাঁচাতে প্রশাসনের সহযোগিতা ব্যাপক ভূমিকা পালন করবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *