চুনারুঘাটে পৃথক অভিযানে ১১ কেজি গাঁজা ও ২৫০পিচ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার ॥ প্রতিদিনের ন্যায় মাদক বিরোধী অভিযানের সময় চুনারুঘাটে ৩ মাদক সম্রাটকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার রাত সাড়ে ৮ টায় চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের গুচ্ছগ্রামের আবু তাহের মিয়া ওরফে তারা মিয়ার ছেলে পন্ডিত মিয়ার বসত ঘরে বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা, ২শ’ ৫০ পিচ ইয়াবাসহ তিন মাদক সম্রাটকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল, পৌর শহরের গুচ্ছগ্রামের আলী মিয়ার ছেলে সুহেল মিয়া (৩০), চন্দনা গ্রামের মৃত আঃ নুরের ছেলে হান্নান মিয়া (৩২), উপজেলার গাতাবলা গ্রামের আহাম্মদ আলীর ছেলে কাজল মিয়া (৩৫)। বৃহস্পতিবার তাদের হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।
অপরদিকে গতকাল বৃহস্পতিবার ভোর রাতে পৌর শহরের চন্দনা এলাকায় থানার এসআই ওমর ফারুক ও আতিকুল আলম খন্দকার সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল উপজেলার বাল্লা সীমান্ত এলাকার টেকেরঘাট গ্রামের আইয়ুব আলীর ছেলে আউয়াল (২২) ও জাফু মিয়ার ছেলে ফারুক মিয়া।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান জানান, চুনারুঘাট পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে মাদক মুক্তকরণের লক্ষে প্রতিদিন সন্ধ্যার সময় অভিযান চালায় পুলিশ। তার ফলশ্রুতিতে কুখ্যাত তিন মাদক সম্রাটকে ধরতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *