চুনারুঘাটে গরুর হাটে দেশীয় গরুর সমাহার দাম বেশি হওয়ায় এখনও কেনাবেচা কম

এস আর সুজন ॥ চুনারুঘাটে শেষ মুহুর্তের গরুর হাট জমতে শুরু করেছে। হাটে প্রচুর দেশীয় গরুর সমাহার থাকলেও বাজার এখনও চড়া। ফলে এখনো বেচাকেনা সেই হারে শুরু হচ্ছে না। ভারতীয় গরু আসলে দাম কমবে এমন আশায় মানুষজন গরু কিনছেন খুবই কম। উপজেলার নির্ধারিত চুনারুঘাট পীরের বাজার, আমুরোড ও দূর্গাপুর বাজার গরুর হাট ছাড়াও ঈদ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন বাজারে এখন প্রতিদিন গরুর হাট বসছে এমন বাজারের সংখ্যা প্রায় ২০টি। এসব হাটে গত কয়েক দিন ঘুরে দেখা গেছে, প্রচুর দেশীয় গরু আসছে হাটে। কিন্তু সেই তুলনায় গরুর বেচাকেনা শুরু হচ্ছে না। কারণ হিসেবে জানা যায়, বেপারীরা গরুর মুল্য হাকছেন অনেক বেশি। মুল্য বেশি থাকায় ক্রেতারা অপেক্ষা করছেন গরুর মুল্য কমার। অনেকেই বলছেন ভারতীয় হাটে আসলেই গরুর দাম কমবে। এতে ক্রেতাদের সুবিধা হলেও বিক্রেতাদের লোকসান গুনতে হবে বলে মনে করছেন বেপারীরা। কারণ এবার প্রথম থেকে ভারতীয় গরু না আসায় বেপারীরা বেশি দামে গ্রাম পর্যায়ের কৃষক ও খামার থেকে গরু কিনেছেন। তাই তারা হাটে প্রচুর পরিমান দেশীয় গরু থাকার পরও দাম হাকছেন বেশি। গতকাল সোমবার আমুরোড গরুর বাজারে গিযে দেখা যায়, দেশীয় প্রজাতির প্রচুর গরু এসেছে। ক্রেতাদের সামাল দিতে পারছেন না ইজারাদার ও তাদের লোকজন। কিন্তু সেই হারে কেনাবেচা নেই। গরু বেপারী মশ্বব আলী জানালেন, প্রায় এক মাস পুর্বে থেকে চা বাগান ও পাহাড়ী এলাকা থেকে দেশীয় প্রজাতির ২০টি গরু কিনেছেন কিছুটা চড়ামূল্যে। তাই এখন লোকসান দিয়ে বিক্রি করতে চাচেছ না। গরু প্রতি এক দেড় হাজার হলেই তিনি গরু ছেড়ে দিচ্ছেন। মশ্বব আলীর মতো অনেকে বেপারীই এবার গরু কিনেছেন চড়া দামে। তাই তারা সহজেই গরু বিক্রি করতে পারছেন না। ক্রেতারাও হাটে হাটে ঘুরছেন। দাম কমবে এ আশায় তারা গরু কিনতে সময় নিচ্ছেন। ক্রেতা আনোয়ার আলী জানান, দেশীয় গরুর মুল্য বিক্রেতারা বেশি হাকছেন। ভারতীয় আসলেই দাম কমবে. তাই এখনই গরু কিনতে চাচ্ছি না। একই কথা জানিয়ে ক্রেতা সিরাজুল হক জানান, দেশীয় গরু ভাল তাই দাম না কমলেও কিছুটা দাম দিয়েই গরু কিনবো। দেশীয় ছোট সাইজের গরু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ হাজার টাকায় আর মাঝারি গরু বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৫০ হাজার টাকায়। তবে দেশীয় বড় গরুর দাম তুলনামুলক কমে বিক্রি হচ্ছে ৬০ থেকে লাখ টাকায়। তবে হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি থাকায় দামও বেশি। আগামী দুদিনেই ক্রেতাদের কিনতে হবে গরু ও আর বিক্রি করতে হবে বেপারীদের। তাই শেষ মুহুর্তে গরুর দাম কিছুটা পরিবর্তনের আভাস লক্ষ্য করা যাবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *