কবিতা

কিবরীয়া ……
মোঃ সাইফুর রহমান
আযানের সুরে ডাকে মুয়াজ্জিন, খোদার স্মরণ করি,
মুহাম্মদ! সে তো আখেরি নবী, তাহার পথ ধরি।
সত্য প্রচারে কোন এক কালে, গিয়াছে তায়েফ ময়দান,
শত কষ্ট করে সহ্য, দিলো সত্যের আহ্বান।
বৈরীর আঘাতে জর্জরিত, রঞ্জিত হলো বসন,
কত ক্ষমতা পেয়েছিল কালে, ছাড়িয়া দিয়াছে আসন।
কত পাপী-তাপী তার প্রতি, মারিল ঘৃন্য কষ্টের বান,
মমতায় বাধলেন উহাদের তিনি, পাইল তারা অমৃতের সন্ধান।
কিবরীয়ার দক্ষিন বাহু, হয়েছে ওমর ফারুক,
উনি পাইলেন কত দুঃখ, ফারুক পাইল না সুখ।
নবীর ব্যাথায় হয়ে ব্যাথিত, ফারুক থাকিত মজি,
আরব দুলালের কষ্টে ব্যাথিত, খেজুর বৃক্ষ রাজি।
মানবতার ইতিহাসে এক, অনন্য সন্ধান,
দিলেন তিনি সকলের তরে, সত্যের আহ্বান।
মানবতা আজ খুজিছে সদায়, কিবরীয়ার আহ্বান,
মুহাম্মদ সে তো আখেরি নবী, অমৃতের সন্ধান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *