চুনারুঘাটে রোপা আমনে পোকা ॥ কৃষকেরা হতাশ

নাজিরুজ্জামান শিপন ॥ চুনারুঘাট উপজেলার কৃষকদের রোপা আমন ফসলে ব্যাপক ভাবে মাজরা সহ বিভিন্ন ধরনের পোকায় আক্রান্ত হচ্ছে। স্থানীয় কৃষি অফিস সূত্রে জানাযায়, চলতি বছরে ১৯ হাজার ২শ ৪৩ হেক্টর জমি আমন চাষাবাদের জন্য নির্ধারণ করা হয়। এর মধ্যে ১৮ হাজার ৬ শ হেক্টর জমি চাষাবাদ করা হয়। তথ্য প্রকাশ গত বছরের চেয়ে ১শ হেক্টর বেশী চাষ করা হয়েছে। কৃষি অফিসার মোঃ জালাল উদ্দিন সরকার জানান চলতি মৌসুমে আবহাওয়ার অনুকূলে ও সময় মত বৃষ্টিপাত হওয়ার কারণে কৃষকরা চাষাবাদ বেশি করতে সক্ষম হয়েছে। একাধিক কৃষক এ প্রতিনিধি কে জানান, আমন ধানের চারা রোপনের কিছু দিন পর থেকেই মাজরা সহ নানা জাতিয় পোকায় আক্রান্ত জমি। বর্তমানে আমন ফসলে থোর আসতে শুরু করেছে। এর মধ্যে মাজরা সহ পাতা মোড়ানো ও পাতা পোডা রোগে ব্যাপক ভাবে আক্রান্ত হচ্ছে। কৃষকরা বিভিন্ন জাতিয় কীটনাশক ব্যবহার করে ও কোন ফল পাচ্ছেন না। উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামের আর্দশ কৃষক নুর আলী মিয়া জানান, কৃষি বিভাগের মাঠ কর্মী (বি.এস) থাকলেও এ এলাকায় তাকে দেখা যাচ্ছে না। তবে এ বছর আশানুরূ ফলন অনিশ্চিত হয়ে পড়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *