Monthly Archives: December 2017

হবিগঞ্জ পৌরসভায় ৩ স্থায়ী কমিটির সভা

নিজস্ব প্রতিনিধি (হবিগঞ্জ): হবিগঞ্জ পৌরসভায় ৩ টি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় পৌরভবনের সভাকক্ষে স্থায়ী কমিটির প্রথম সভাটি অনুষ্ঠিত হয়। পরে একে একে অনুষ্ঠিত হয় অন্যদুটি সভাও। স্থায়ী কমিটিগুলো হলো যথাক্রমে মৎস ও প্রাণী সম্পদ বিষয়ক স্থায়ী কমিটি, নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটি এবং স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন বিষয়ক স্থায়ী কমিটি। তিনটি সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট স্থায়ী কমিটির সভাপতিগন। তারা হলেন যথাক্রমে পৌরকাউন্সিলর মোঃ আবুল হাসিম, পিয়ারা বেগম ও খালেদা জুয়েল। প্রতিটি সভায় পদাধিকার সদস্য হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। মেয়র আলহাজ্ব জি, কে গউছ তার বক্তৃতায় বলেন নাগরিক সেবার মান আরো উন্নত করতে হবিগঞ্জ পৌরএলাকায় স্বাস্থ্য, স্যানিটেশন এবং নারী ও শিশুর স্বাস্থ্য রক্ষায় ...

শায়েস্তাগঞ্জে ৯৮ প্রার্থী ভোটযুদ্ধে: নির্বাচন কাল

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটযুদ্ধে নেমেছেন ৯৮ প্রার্থী। আগামীকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন। তন্মধ্যে চেয়ারম্যান পদে ১৩ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ২১ জন ও সাধারণ আসনের মেম্বার পদে ৬৪ জন প্রার্থী হয়েছেন। সূত্র জানায়, নুরপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৫, সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ৮ ও সাধারণ আসনের মেম্বারপ্রার্থী ২৮ জন। ব্রাহ্মণডোরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৮, সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ১৩ ও সাধারণ আসনে মেম্বার প্রার্থী ৩৬ জন। নুরপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল (ধানের শীষ) আওয়ামী লীগ মনোনীত মো. মুখলিছ মিয়া (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. আ. কাইয়ুম ফারুক (আনারস), মো. ফজলুল করিম (চশমা) ও সৈয়দ ফুরকান আলী ...

মাধবপুরে গাঁজাসহ পিকআপ ভ্যান আটক

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ জেলার মাধবপুরে ১৫০ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা (বিজিবি)। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোর রাতে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েক সাইদুর রহমানসহ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পিকআপ ভ্যানটি আটক করেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আন্দিউড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও বহনকৃত পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো ন- ১১-১৯৯৪) আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আছাদুদ-জামান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

লাখাইয়ে বিষপানে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় রায়হান মিয়া (১২) নামের এক কিশোর বিষাক্রান্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে। সে উপজেলার মুড়িয়াউক গ্রামের রাজন মিয়ার পুত্র। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে সকলের অগোচরে বিষপানে ছটফট করতে থাকে রায়হান। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বামৈ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। খবর পেয়ে লাখাই থানার এসআই আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। রায়হানের পিতা জানান, অভাব অনটনের সংসারে লেখাপড়ার পরিবর্তে রায়হান চায়ের দোকানে কাজ করতো। দোকান মালিক সম্প্রতি তাকে তাড়িয়ে দেয়। তবে কি কারণে সে বিষপান করেছে তা তিনি জানাতে পারেননি। এসআই আব্দুর রহমান জানান, বিষপানেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুহুর্তে ...

নবীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি,( হবিগঞ্জ) : হবিগঞ্জ জেলার নবীগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বরচড় বাজারের একটি দোকান থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হল বাহুবল উপজেলার দক্ষিন ভবানীপুর গ্রামের আহম্মদ আলীর পুত্র সুজন মিয়া (২৫) ও একই উপজেলার আব্দানারায়ণ গ্রামের মোঃ লাল মিয়ার পুত্র কামাল মিয়া (৩৫)। পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা পুলিশের ওসি (তদন্ত) আহসান হাবিব এর নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ উপজেলার ১৩নং পানিউম্দা ইউনিয়নের বড়চর বাজারের একটি দোকানের সামনে অভিযান চালায়। এসময় একটি প্যাকেটে ৫শ পিস ইয়াবাসহ দুই  মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)শাহ আলম ...

চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদের বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্স সম্পন্নকারী ১২১ জন ছাত্র-ছাত্রীকে আনুষ্ঠানিক ভাবে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় প্রতিষ্ঠানের ল্যাবে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত পল্লী উন্নয়ন অফিসার এম এ মতিন চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ কামরুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ব্যাংক কর্মকর্তা মোঃ রায়হান উদ্দীন, বনলতা কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মানিক চন্দ্র দেব। হাজী আব্দুল জব্বার জি.এল একাডেমীর অধ্যক্ষ মাওলানা মখলিছুর রহমানের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মোঃ ইসমাঈল মিয়া। ...

মাধবপুর প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত কাউছার সভাপতি, সাব্বির সেক্রেটারী

হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবের দ্বি -বার্ষিক নির্বাচনে কাউছার মোল্লা (ডেসটিনি) সভাপতি ও সাব্বির হাসান (দৈনিক প্রভাকর) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে বিল্লাল হোসেন খাঁন (দৈনিক আয়না) মোঃ আবুল খায়ের (দৈনিক নয়াদিগন্ত) যুগ্ম সম্পাদক ফরাশ উদ্দিন পিন্টু (দৈনিক তরফবার্তা) নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০ থেকে বিকাল ৩টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ চলে। বিকালে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার রোকনউদ্দিন লস্কও ফলাফল ঘোষনা করেন। এ সময় আমন্ত্রিত অতিথি হিসাবে থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্ত্তী, ওসি তদন্ত কাওসার আলম উপস্থিত ছিলেন। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আইয়ূব খাঁন, রাজীব দেব রায় রাজু।

শায়েস্তাগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত ১০

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই নামকস্থানে ম্যাক্সিগাড়ী উল্টে ১০ যাত্রী আহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী ম্যাক্সিগাড়ীটি অলিপুর থেকে যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ যাছিল। পথিমধ্যে বিকট শব্দে গাড়ী স্প্রীং ভেঙ্গে উল্টে যায়। এতে উল্লেখিত সংখ্যক যাত্রী আহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীনের নেতৃত্বে একদল কর্মী ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

চুনারুঘাটে বিজিবির অভিযানে মাদক বহনকারী মোটরসাইকেল উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা আলীনগর চা-বাগান নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় মদ ও বহনকারী একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি। বিজিবি৫৫ ব্যাটলিয়ন বাল্লা ক্যাম্পের কমান্ডার সুবেদার আঃ আজিজ জানান, ১৮ ডিসেম্বর ভোর সাড়ে পাঁচটায় বিজিবির নিজস্ব সংবাদ দাতার সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ওই স্থানে অভিযান চালায় একদল বিজিবি। এ সময় বিজিবির আঁচ পেয়ে বহনকারী পালিয়ে গেলে তারা পরিত্যক্ত অবস্থায় একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেন যার নং ঢাকা মেট্রো ল -২৩-৭৯২৩ এবং ঘটনা স্থলেই উপস্থিত জনতার সীজার করে মোটরসাইকেলটির সিট কাভারের ভিতর ৬ বোতল ভারতীয় মদ ফেনসিডিল পান। পরে, অবৈধ মালামাল বহনের দায়ে অজ্ঞাতকে আসামী করে সুবেদার আঃ আজিজ বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। এবং আটককৃত ...