চুনারুঘাটে পুলিশের গুলিতে মাদক ব্যবসায়ী সাবেক পৌর কাউন্সিলর ইউনুছ আলী নিহত- মাদক ব্যবসায়ীদের হামলায় ৩ পুলিশ আহত ॥ ৪ মাদকাসক্ত গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পুলিশের গুলিতে মারা গেছে মাদক ব্যবসায়ী সাবেক পৌর কাউন্সিলর ইউনুছ আলী।  গত রাত ১২টার দিকে চুনারুঘাট উপজেলার দিমাগুরউন্ডা গ্রামে এই ঘটনা ঘটে।  চুনারুঘাট থানার ওসি (তদন্ত) আলী আশরাফ জানান, মাদক ও পুলিশ এসল্ট মামলার আসামী ইউনুছ আলীকে ধরতে রাতে দিমাগুরউন্ডা গ্রামে কাউছারের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে মাদকসেবীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমণ চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি করলে ঘটনাস্থলেই ইউনুছ আলী মারা যায়। এ সময় ৪ মাদকসেবীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- খলিল, কাউছার, উজ্জল ও শামীম। নিহত ইউনুছ আলী চুনারুঘাট পৌর এলাকার হাতুন্ডা গ্রামের বাসিন্দা আব্দুল গণির পুত্র। মাদকসেবীদের হামলায় চুনারুঘাট থানার এসআই আতাউর রহমান, কনস্টেবল মনীন্দ্র চাকমা ও কনস্টেবল হামিদুল হক আহত হন। খবর পেয়ে ইউএনও কাইজার মোঃ ফারাবী, এএসপি এসএম রাজু আহমেদ ও ওসি আজমিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় সূত্র জানায়, দিমাগুরউন্ডা গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুল কদ্দুছ মাদক মামলায় বেশ কিছুদিন ধরে জেল হাজতে রয়েছে। গ্রেফতারকৃতদের সাথে আব্দুল কদ্দুছের স্ত্রী মোছাঃ জাহেদা খাতুনের সুসম্পর্ক রয়েছে। গতকাল সকালে জাহেদার ছেলে জসিম উদ্দিন টমটম নিয়ে বাজারে যায়। এ সময় গ্রেফতারকৃত ৪ মাদকসেবীসহ নিহত ইউনুছ আলী জসিমকে তার টমটমযোগে মাদক বহনের কথা বললে সে তাতে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় গতকাল সকাল ১০টায় তারা জসিমকে স্থানীয় গণেশপুর বাজারে মারধোর করে। বিষয়টি জসিম তার মা জাহেদা খাতুনকে জানালে তিনি ঘটনাটি স্থানীয় মুরুব্বিদের জানান এবং এ ব্যাপারে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাতে দারোগা আতাউর রহমানসহ একদল পুলিশ মাদকসেবীদের গ্রেফতার করতে কাউছারের বাড়িতে অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর আক্রমণ করে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *