বানিয়াচঙ্গে আকষ্মিক দমকা হাওয়ায় ১৪ ঘর লন্ডভন্ড

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দমকা হাওয়ায় উড়িয়ে নিয়ে গেছে ১৪টি বসতঘর।

মঙ্গলবার (২ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার মন্দরী গ্রামে এ ঘটনা ঘটে। শীত মৌসুমে এমন দমকা বাতাসে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মন্দরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সামছুল হক জানান, সন্ধ্যায় দমকা হাওয়ায় ওই এলাকার আধা পাকা ও কাঁচা ১৪টি বসতঘর উড়ে গেছে। পরে গ্রামের অদূরে কয়েকটি ঘরের টিন ও চালা খুঁজে পেলেও অধিকাংশ ঘরের কোনো হদিস পাওয়া যায়নি।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সিংহ বলেন, উপজেলার সবচেয়ে প্রত্যন্ত এলাকা মন্দরী ইউনিয়ন। সেখানে সাইক্লোনের মতো কিছু একটা ঘটেছে খবর পেয়েছি। আজ ওই গ্রামে যাওয়া হবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *