বাহুবলে ৬শ পিস ইয়াবাসহ ৩ যুবক আটক
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সীমন্তবর্তী এলাকা থেকে ৬শ পিস ইয়াবাসহ ৩ যুবককে আটক করেছে হবিগঞ্জ গোয়েদা পুলিশ।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বড়চর নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল, নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকার ইসমাইল হোসেনের পুত্র উসমান গনি (৩৫), সিলেট জেলার রঘুনাথপুর গ্রামের আসকার আলীর পুত্র দেলোয়ার হোসেন (৩৪) ও একই জেলার গোটাটিকর এলাকার মছদ্দর আলীর পুত্র পরাবান হোসেন (৩৫)।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল করিম ও এসআই অনিক অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃতদের হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
হবিগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Share on Facebook
Leave a Reply