Daily Archives: February 15, 2018

বাহুবলে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা ॥ গ্রাম্য মাতব্বর আটক

বাহুবল (হবিগঞ্জ)প্রতিনিধি:হবিগঞ্জের বাহুবলে সরকারী জায়গা দখলকে কেন্দ্র করে পুলিশ গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার মূল হোতা গ্রাম্য মাতব্বর আমীর উল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে বাহুবল মডেল থানার এসআই মফিদুল হক বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩শ জনকে আসামী ও রামপুর চা বাগানের ব্যবস্থাপক শফিক মিয়া বাদী হয়ে ৩০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলায় এসআই মফিদুল হক সরকারী কাজে বাধা প্রদান ও বাগান ব্যবস্থাপক সরকারী লিজকৃত জায়গা দখল পূর্বক দুটি ঘড় নির্মানের অভিযোগ তুলেন। এ দুটি মামলা প্রধান আসামী উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে আমীর উল্লা (৪৫)কে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, গত বুধবার দুপুরে বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের নিকটবর্তী ১৭ ...

হবিগঞ্জে উস্কানীমূলক পোস্ট :আনসার সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি,  হবিগঞ্জ: ফেসবুকে চাকরি সরকারিকরণের দাবি সংক্রান্ত উস্কানীমূলক পোস্ট দেওয়ার অভিযোগে হবিগঞ্জে শফিকুল ইসলাম (২২) নামে এক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে হবিগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট শাহ আলমসহ কর্মকর্তারা তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করেন। আটক শফিকুল কুমিল্লা জেলার গুণাইঘর এলাকার আব্দুল মালেকের ছেলে। তার আইডি নম্বর- ১৯০০৭০০৩৪। আনসার কর্মকর্তা শাহ আলম জানান, আনসার সদস্য শফিকুল বেশ কিছুদিন ধরে ফেসবুকে চাকরি সরকারিকরণের দাবি সংক্রান্ত উস্কানীমূলক পোস্ট দিয়ে আসছিল। পরে হেড কোয়ার্টাসের নির্দেশ অনুযায়ী তাকে থানায় সোপর্দ করা হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলা আনসার প্রশিক্ষক তানজীন আহমেদ বাদী হয়ে শফিকুলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে বলেও জানান শাহ আলম।

বাহুবলে বিএনপির অনশনে যুবদল নেতার মৃত্যু

 বাহুবল প্রতিনিধি:হবিগঞ্জের বাহুবলে দলীয় কর্মসূচিতে খালেদা জিয়ার জন্য আবেগঘন মোনাজাত পরিচালনার সময় অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে বাহুবল বাজারে বিএনপির অনশন কর্মসূচীতে এ ঘটনা ঘটে। রাত পৌঁনে ১২টার দিকে তার মৃত্যুখবর নিশ্চিত করেন থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন সরকার। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত অনশন কর্মসূচি শেষে বুধবার মাগরিবের আযানের আগে আবেগঘন মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা মাওলানা কাজল মিয়া। এক পর্যায়ে অঝুরধারা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত ১১টার দিকে মাওলানা কাজল মিয়া (৪০) মৃত্যুবরণ করেন। উত্তর হামিদনগর আবাসিক এলাকায় বসবাসকারী আব্দুস ছমদ-এর পুত্র মাওলানা কাজল মিয়া সাতকাপন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। তার ...