বাহুবলে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা ॥ গ্রাম্য মাতব্বর আটক

বাহুবল (হবিগঞ্জ)প্রতিনিধি:হবিগঞ্জের বাহুবলে সরকারী জায়গা দখলকে কেন্দ্র করে পুলিশ গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার মূল হোতা গ্রাম্য মাতব্বর আমীর উল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে বাহুবল মডেল থানার এসআই মফিদুল হক বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩শ জনকে আসামী ও রামপুর চা বাগানের ব্যবস্থাপক শফিক মিয়া বাদী হয়ে ৩০ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

মামলায় এসআই মফিদুল হক সরকারী কাজে বাধা প্রদান ও বাগান ব্যবস্থাপক সরকারী লিজকৃত জায়গা দখল পূর্বক দুটি ঘড় নির্মানের অভিযোগ তুলেন।

এ দুটি মামলা প্রধান আসামী উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে আমীর উল্লা (৪৫)কে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, গত বুধবার দুপুরে বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের নিকটবর্তী ১৭ একর ৫৭ শতক ভূমি নিয়ে গ্রামবাসীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ফিনলে চা কোম্পানীর রশিদপুর ডিভিশনের আওতাভূক্ত রামপুর চা বাগান কর্তৃপক্ষ ওই জায়গা লীজ নেয়। বুধবার ভোররাতে লীজকৃত জায়গায় সুন্দ্রাটিকি গ্রামের আমীর উল্লার লোকজন ওই স্থানে দুটি ঘর নির্মান করে। ঘর নির্মান কাজে রামপুর চা বাগান কর্তৃপক্ষের লোকজন বাধা দিলে গ্রামবাসী তাদের উপর চড়াও হয়। এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পুলিশ র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে। বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মো: জসিম উদ্দীন গ্রামবাসীদের সরকারী জায়গা ছেড়ে দিতে বললে গ্রামবাসী তাদের উপর চড়াও হয়। পরে পুলিশ ৭৭ রাউন্ড ফাঁকা গুলি ও ১৬ রাউন্ড টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়।

বৃহস্পতিবার দুপুরে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলী জানান, আমরা অবৈধ স্থাপনা ঘুড়িয়ে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত। ঘটনাস্থলে আমাদের পুলিশ আছে, গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *