চুনারুঘাটে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ ফারুক মিয়া : চুনারুঘাটে আইন-শৃংখলা সভায় চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের বলেছেন, সীমান্তে চোরাচালান রোধ, ওরসের নামে গান-বাজনা এবং শব্দ দূষণে মাইক বন্ধ, গরু চুরি রোধ, চুনারুঘাটের বড়জুষ গ্রামের কালা-মানিক শাহ মাজারে ওরস ও মেলা বন্ধ, অবৈধ বালু উত্তোলন বন্ধ, ভেজাল পণ্য বিক্রি রোধ করতে হবে সকল সমস্যা পুলিশসহ আইন শৃংখলা বাহিনীকে কটোর ভুমিকা নিতে নির্দেশ দেন তিনি। তাছাড়া সন্ধ্যার পর স্কুলগামী ছাত্রদের অবাধ ঘোরাফেরা কটোরতা মেনে চলতে বলেন,সোমবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবী’র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাহমিনা বেগম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, আব্দুর রশিদ মাষ্টার, চৌধুরী শামছুন্নাহার, মোঃ হুমায়ুন কবির খান, মোঃ রমিজ উদ্দিন, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) আলী আশরাফ, বিজিবি বাল্লা ক্যাম্পের সুবেদার আব্দুল আজিজ, বিজিবি চিমটিবিল ও সাতছড়ি ক্যাম্পের নায়েক সুবেদার লোকমান আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বারীন্দ্র চন্দ্র রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান, চুনারুঘাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মনিরুজ্জামান, চুনারুঘাট প্রেসকাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মহিদ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চুু, জাতীয় ভোক্তা অধিকার সংলণ কমিটি (ক্যাব) চুনারুঘাটের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তাহের, মোঃ ফারুক মিয়া, মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান তরফদার আবিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুস ছামাদ, সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুস ছামাদ আজাদ মাষ্টার প্রমুখ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *