যানবাহন চলছে চরম ঝুকি নিয়ে মহাসড়কে খানাখন্দে ভরপুর ঃ সংস্কার কাজ হচ্ছে নিম্নমানের

আব্দুল হক রেনু  : ঢাকা-সিলেট মহাসড়কের মাধপুর থেকে শেরপুর পর্যন্ত মহাসড়কে খানাখন্দের কারণে এক দিক দিয়ে চলাচল করছে উভয় দিকের যানবাহন । খানাখন্দে ভরপুর সড়কে ভয়াবহ দূর্ঘটনার আশাংকা দেখা দিয়েছে। গত কয়েক মাসে একধিক প্রাণহানীর  ঘটনা ঘটেছে। আহত হয়েছেন কয়েক শত যাত্রী । এর দায় নিবেন কে এ প্রশ্ন এখন সবার মাঝে। কবে শুরু হবে সড়কের মূল সংস্কার কাজ । সাময়িক সংস্কার করলেও কাজের মান সঠিক না হওয়ায়  কয়দিন যেতে না যেতেই আবার খনাখন্দ সৃষ্টি হয় । এনিয়ে সংবাদ প্রকাশ হলে টনক নড়ে কর্তাদের । তাৎক্ষনিক শুরু হয় মহাসড়কের খানা-খন্দ সংস্কারের কাজ। কিন্তু ঘুরে-ফিরে একই অবস্থা । ঢাকা-সিলেট মহাসড়ক বড় বড় খানা খন্দে ভরপুর হয়ে দীর্ঘদিন ধরে । মহাসড়কের শায়েস্তাগঞ্জ থেকে মাধবপুর পর্যন্ত অংশে বড় বড় খানা খন্দে সৃষ্টি হয়েছে। কোন কোন স্থানে পিচ উঠেগেছে । দূর্ঘটনার আশাংকা থাকার পরও হাজার হাজার যানবাহন যাত্রী নিয়ে চলাচল করছে । ঢাকা সিলেট মহাসড়কে গত বুধবার থেকে শুরু হয় সংস্কার কাজ। কিন্তু সংস্কার করা হলেও তা গাড়ির চাকায় তা সাথে সাথে উঠে যাচ্ছে । এ নিয়ে স্থানীয় লোকজন এবং যাত্রীদের মাঝে চাপেরক্ষোভ বিরাজ করছে । অপর দিকে মহাসড়কের নবীগঞ্জ উপজেল্রা আউশকান্দি ইউনিয়নের সঈদপুর বাজার,দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজার থেকে শুরু করে পানিউমদা বাজার পর্যন্ত ২৭ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে । মহসড়কের অবস্থা এতোটা নাজুক যা গাড়ি চলাচলে অনুপযোগী। শেরপুর অংশ থেকে শুরু করে আউশকান্দি এলাকা,মিনাজপুর ,জালালপুর ,সঈদপুর, গোপলার বজার ,দেবপাড়া বাজার ,ফুলতলী বাজার ,পানীউমদা বাজার , বড়চর, বাহুবল ,মিরপুর এলাকা পর্যন্ত মহাসড়কটি ভেঙ্গে খনাখন্দে পরিণত হয়েছে। মাঝে মধ্য এক থেকে দের ফুট গর্তের সৃষ্টি হয়য়েছে। এক মাস আগে নামে মাত্র মেরামত করা হলেও বর্তমানে এর এর বেহাল অবস্থা বিরাজ করছে । এ যেন অভিভাবকহীন মহাসড়ক কেউযেন এর দায় নিতে রাজি নন । খানা খন্দ যত্রতত্র গর্তে পুরো রাস্থা যেন মরণফাঁদে পরিণত হয়েছে। যাত্রীবাহী বাসসহ দেশি-বিদেশি পর্যটকবাহী গাড়ী ছাড়াও বিভিন্ন রকম যানবাহন প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে । মহাসড়কে হানীফ বাসের চালক রহিম আলী বলেন , সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় সড়কটির এমন অবস্থা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *