রাজনৈতিক জীবনের ৪০টি বছর সুখে-দুঃখে জনগণের পাশে থেকেছি ॥ চ্যানেল ২৪ এর টকশোতে এমপি আবু জাহির

হবিগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমার এমপি ডটকমের উদ্যোগে দেশের জনপ্রিয় নিউজ চ্যানেল ‘চ্যানেল টোয়েন্টি ফোর’এ ‘কি ভাবছেন সম্ভাব্য প্রার্থীরা’ শীর্ষক টকশোতে অংশ নিয়েছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। গত শনিবার দুপুর ১২টা ১০ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত চলে এই টকশো। অনুষ্ঠানের শুরুতেই উপস্থাপক ফারাবী আনোয়ার সদর-লাখাই ও নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৩ আসনে ২ বার নির্বাচিত সফল সংসদ সদস্য হিসাবে এডভোকেট মোঃ আবু জাহির এর সাথে আলোচনা শুরু করেন। এ সময় এমপি আবু জাহির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন হয় বাংলাদেশ। এরপর থেকেই দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। বিগত ২ বার আওয়ামী লীগ সরকার নির্বাচিত হওয়ার পর ভিশন ২০২১কে সামনে রেখে দেশকে নিয়ে গেছে উন্নয়নের মহাসড়কে। একই ধারাবাহিকতায় আমি হবিগঞ্জকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছি। আমার রাজনৈতিক জীবনের ৪০টি বছর সুখে-দুঃখে জনগণের পাশে থেকেছি। যে কারণে হবিগঞ্জ-লাখাইবাসী আমাকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। নির্বাচিত হওয়ার পর থেকে দিনরাত মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। এ সময় হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ, আড়াইশ’ শয্যার হাসপাতাল, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ডাবল শিফট চালু এবং বৃন্দাবন সরকারি কলেজে অনার্স-মাস্টার্স নিয়ে আসার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ৯ বছর ২ মাসে হবিগঞ্জে ২২টি স্কুল-কলেজ প্রতিষ্ঠা করেছি। যা স্বাধীনতার ৪৬ বছরেও কোনো সংসদ সদস্য করতে পারেননি। এ সময় ইংল্যান্ড থেকে সজিব নামে এক প্রবাসী প্রশ্ন করেন, শায়েস্তাগঞ্জের নিশাপট-কাজিরগাঁওয়ের রাস্তাটি হচ্ছে না কেন? প্রশ্নের উত্তরে এই রাস্তাটি নির্মাণ শেষে গত সপ্তাহে তিনি উদ্বোধন করেছেন বলে উল্লেখ করেন এমপি আবু জাহির। এ সময় শায়েস্তাগঞ্জে শুধু রাস্তা-ঘাট নয় শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে অনার্স কোর্স চালুসহ সকল ক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা দেন তিনি। তার সাথে টকশোতে অংশ নেন বিএনপি’র সম্ভাব্য প্রার্থী জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আহমুদুর রহমান আবদাল এবং জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী জাপা’র কেন্দ্রীয় নেতা এমএ মুনিম চৌধুরী বুলবুল।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *