চুনারুঘাট বাল্লা স্থলবন্দর থেকে ফের চালু করা হবে রেল ॥নবাগত জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ

স্টাফ রিপোটার ॥ চুনারুঘাট উপজেলার বাল্লা স্থলবন্দর পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। গত শুক্রবার সকালে তিনি বন্দরের প্রস্তাবিত নতুন স্থান এবং বিদ্যমান বন্দর পরিদর্শন করেন। পরিদর্শনকালে অধিগ্রহণকৃত স্থানের লোকজনের সাথে কথা বলেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, বন্দরের আধুনিকায়নের কাজ যাতে দ্রুত হয় তার জন্য তিনি বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন। বিশেষ করে এই বন্দর আধুনিকান হলে সেখানে অর্থনৈতিক কর্মকান্ড অনেক বেড়ে যাবে। এর সাথে তাল মেলাতে বন্ধ থাকা বাল্লা রেল লাইন আবারও কিভাবে চালু করা যায় তার জন্য চেষ্টা করা হবে। এটি চালু হওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। আগামী জুন মাসে জেলা প্রশাসক সম্মেলনেও বিষয়টি গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হবে বলে তিনি জানান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নুরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবি, এসি ল্যান্ড তাহমিনা আক্তার, ইউপি চেয়ারম্যান হুমায়ুন খান এবং বিজিবি সদস্যবৃন্দ। হবিগঞ্জ সীমান্তের বাল্লা স্থলবন্দরটি ১৯৫১ সালে ৪.৩৭ একর জমির উপর প্রতিষ্টিত হয়। এ স্থান দিয়ে বর্তমানে দু’দেশের মাঝে ব্যবসা বানিজ্য চলে আসছে। এখানে রয়েছে চেকপোষ্ট সহ সীমান্ত ঘাটি। দীর্ঘদিন বন্ধ থাকা সম্ভাবনাময় এ স্থল বন্দরটি বিগত ১৯৯১ সালে পুনরায় চালু হওয়ার পর এ বন্দর দিয়ে সিমেন্ট, ইট-পাথর, মাছ নানা পণ্য রপ্তানি হচ্ছে। বিনিময়ে ভারত থেকে বিভিন্ন কাঁচামাল, ফলমুল, বাঁশ, চকলেট, ক্যান্ডি ইত্যাদি পণ্য আমদানি হচ্ছে। এছাড়া এ বন্দর দিয়ে লোকজনও বৈধভাবে পারাপার হচ্ছেন। বর্তমান সরকার সেটিকে আধুনিকায়নের উদ্যোাগ গ্রহণ করেছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *