ব্যক্স সভাপতি আকল মিয়া খুন ॥ হতাশায় চুনারুঘাটবাসী

বিশেষ প্রতিনিধি ॥ চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতি ও আহলে সুন্নাতওয়াল জামাত চুনারুঘাট উপজেলার সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া (৬৮) হত্যাকান্ডের দীর্ঘ ১৩দিন পরও ঘাতকরা গ্রেফতার হয়নি। উদঘাটিত হয়নি খুনের রহস্য। যদিও পুলিশ বলছে, খুব শীঘ্রই এ হত্যার কারন উদঘাটন ও খুনিদেরকে গ্রেফতার করা হবে। পুরো মামলাটি তদন্তে কাজ করছে হবিগঞ্জ ডিবি পুলিশ। ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম সামছুর রহমান ভূইয়াকে প্রধান করে আরেকটি তদন্ত টিম গঠন করা হয়েছে বলে ১২ মার্চ সোমবার চুনারুঘাট উপজেলা আইনশৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবি জানিয়েছেন। গত ১ মার্চ বৃহস্পতিবার ভোর অনুমান সাড়ে ৫টায় আবুল হোসেন আকল মিয়া নিজ বাসা থেকে হেটে ফজরের নামাজ পড়ার জন্য বাল্লা রোডস্থ স্থানীয় আল মদিনা মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তরা এ্যালোপাতারি কুপিয়ে রক্তাক্ত জখম করলে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ২ মার্চ শুক্রবার দিবাগত রাতে নিহতের ছেলে নাজমুল ইসলাম বকুল বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৬ জনের নামে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। মামলায় বাজারের ব্যবসায়ী রঞ্জন পাল, পৌর কাউন্সিলর চন্দনা গ্রামের কুতুব আলী ও শহরের মধ্যবাজারে উচ্ছেদকৃত মা ভেরাইটিজ স্টোরের মালিক জসিম উদ্দিন শামীম এবং আমকান্দি গ্রামের সুমন মিয়াকে আসামী করা হয়েছে। পুলিশ ঘটনার দিন সকালে  একটি অটোরিক্সাটি (সিএনজি) শহরের সতং রোড এলাকা থেকে উদ্ধার করে।  সিএনজিটি আটকের ২ দিনের মাথায় সুমনকে গ্রেফতার করা হয়। (এরপর পৃষ্টা-০২)
ঐ সিএনজিটি সুমনের ভাড়াকৃত বলে পুলিশ জানিয়েছে। হাজী আবুল হোসেন আকল মিয়া হত্যার পর থেকেই চুনারুঘাট শহরে এক ধরনের অজানা আতংক বিরাজ করছে। সন্ধার পরই শহরে মানুষের আনাগোনা কমে যায়। তবে ঘটনার দিন থেকেই র‌্যাব, পিবিআই, ডিবি, ডিএসবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা রহস্য উদঘাটনে শহরে সাদা পোষাকে চলাফেরা করছে। ইতিমধ্যে সিলেটের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের পরিবারের সদস্যর সাথে কথা বলেছেন এবং সান্তনা দিয়েছেন। মামলায় বাদী বলেন তার পিতা চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও আহলে সুন্নাতওয়াল জামাত চুনারুঘাট উপজেলার সভাপতিসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত থেকে দীর্ঘদিন যাবত চুনারুঘাট থানার একজন বিশিষ্ট মুরব্বী হিসাবে বিভিন্ন শালিস বিচারে বিচারকের ভুমিকা পালন করে আসছিলেন। তার পিতার চুনারুঘাট বাজারে আল মদিনা মার্কেট, স’মিলসহ বিভিন্ন দোকান ঘর ও জমি রয়েছে। প্রায় এক বছর যাবত চুনারুঘাট বাজারের বাল্লা রোড গ্রীণ সুপার মার্কেট সংলগ্ন মৌজা- বড়াইল, জেএল নং ৬৬, খতিয়ান নং-৪০৪৭, সাবেক দাগ ১৩১৩/১৩০৯ বর্তমান ৪০০১এর মধ্যে ০.৫৫৬ শতক ভূ’মি নিয়ে চুনারুঘাট বাজারের বাল্লা রোডের মৃত রবীন্দ্র চন্দ্র পালের ছেলে ব্যবসায়ী রঞ্জন পাল (৪৮) পৌর শহরের চন্দনা গ্রামের মৃত আজগর আলীর ছেলে মোঃ কুতুব আলী (৪৮) (বর্তমান পৌর কাউন্সিলর), মৃত শামছুদ্দীন চৌধুরীর ছেলে জমিম উদ্দিন শামীম (৩২) ও পৌর শহরের উত্তর আমকান্দি গ্রামের মুজিবুল হকের ছেলে সুমনসহ (২০) স্থানীয় বিভিন্ন প্রভাবশালী মহলের সাথে চরম বিরোধ ও মনোমালিন্য চলে আসছিল। জনৈক আছমা বেগম ও শিরিন আক্তার বাদী হইয়া অতিরিক্ত জেলা হাকিম আদালতে ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারায় মামলা ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমল আদালত নং ২ এ মামলা দায়ের করলে উক্ত মামলা দুটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আবুল হোসেন আকল মিয়াকে হত্যার পিছনে জমি সংকান্ত বিরোধ থাকতে পারে বলে অনেকেরই ধারনা। কিন্তু এজহারভুক্ত আসামী গ্রেফতার ছাড়া কোনকিছুই উদঘাটন সম্ভব নয় বলে সুশিল ব্যক্তিবর্গের অভিমত। তবে তদন্তের স্বার্থে এই মূহুর্তে কিছু বলা যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *