Daily Archives: June 6, 2018

চুনারুঘাটে পৃথক ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পৃথক অভিযান চালিয়ে সোহেল মিয়া (৩৪) ও মোঃ জাশেম আলী (৩০) নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার র‌্যাব। গত সোমবার সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করা হয়। র‌্যাব সূত্র জানায়, চুনারুঘাট উপজেলার পশ্চিম পাকুরিয়া গুচ্ছ গ্রামের মৃত আলী মিয়ার পুত্র মোঃ সোহেল মিয়া ও একই উপজেলার নয়ানী-বনগাও গ্রামের মৃত খোরশেদ আলীর পুত্র মোঃ জাশেম আলী দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উল্লেখিত সময়ে অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার ও সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন-এর নেতৃত্বে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার পশ্চিম পাকুরিয়া গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় রাস্তার উপর থেকে মোঃ সোহেল মিয়াকে গ্রেফতার করে ...

শায়েস্তাগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু ॥ পিতার দাবী হত্যা

জাহেদ আলী মামুন ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর নোয়াহাটি গ্রামে বিষ পানে শারমিন আক্তার (২০)নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তবে নিহতের পিতার দাবী তার কন্যাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। জানা যায়, দেড় বছর আগে মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র ব্যবসায়ী ফয়সল মিয়ার সাথে প্রেমের সম্পর্ক করে বিয়ে হয় নুরপুর নোয়াহাটি গ্রামের লাল মিয়ার কন্যা সায়হাম টেক্সটাইল মিলের শ্রমিক শারমিন আক্তারের। বিয়ের পর তাদের দাম্পত্য জিবনে হানিফা নামে একটি কন্যা সন্তানের জম্ম হয়। সম্প্রতি পারিবারিক কিছু বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ দেখা দেয়। এনিয়ে সংসারে ঝগড়া চলে আসছিল। এর জেরে গত সোমবার দুপুরে স্বামীর সাথে অভিমান করে শারমিন আক্তার অগোচরে বিষ পান করে চটপট করতে থাকে। পরে স্থানীয় ...

চুনারুঘাটে ব্যারিস্টার সুমনের উদ্যোগে সুধীজনদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পৌর শহরের পীরের বাজারে বাসভবনে সুধীজনদের সম্মানের এ ইফতার মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তরুণ সমাজ কর্মী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন-চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, বহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, চুনারুঘাট উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, গাজীপুর ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির খাঁন, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল ...

সাংবাদিক জীবনের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে চুনারুঘাটে মানববন্ধন অনুষ্ঠিত

চুনারুঘাট প্রতিনিধি ॥ ইউ কে ভিত্তিক চ্যানেল এস এর সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে গ্রেফতার করে পুলিশ নির্মমভাবে নির্যাতন করার প্রতিবাদে চুনারুঘাটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় চুনারুঘাট পৌর শহরের থানা গেইটে চুনারুঘাট প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, মহিদ আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, ইসমাইল হোসেন বাচ্চু, মনিরুজ্জামান তাহের, এস. এম. সুলতান খান, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, যুগ্ম সম্পাদক আজিজুল হক নাসির, মোঃ ওয়াহেদ আলী, আলহাজ্ব আব্দুল আউয়াল, ফারুক মিয়া, শংকর শীল, রুবেল তালুকদার, সাইফুর রহমান রাব্বী প্রমুখ। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চুনারুঘাট ...