চুনারুঘাটে পৃথক ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পৃথক অভিযান চালিয়ে সোহেল মিয়া (৩৪) ও মোঃ জাশেম আলী (৩০) নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার র্যাব। গত সোমবার সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করা হয়। র্যাব সূত্র জানায়, চুনারুঘাট উপজেলার পশ্চিম পাকুরিয়া গুচ্ছ গ্রামের মৃত আলী মিয়ার পুত্র মোঃ সোহেল মিয়া ও একই উপজেলার নয়ানী-বনগাও গ্রামের মৃত খোরশেদ আলীর পুত্র মোঃ জাশেম আলী দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উল্লেখিত সময়ে অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার ও সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন-এর নেতৃত্বে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার পশ্চিম পাকুরিয়া গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় রাস্তার উপর থেকে মোঃ সোহেল মিয়াকে গ্রেফতার করে র্যাব এবং তাকে তল্লাশি করে ৭ বোতল ফেন্সিডিল, ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন সন্ধার পর ওই গ্রামের নয়ানী বনগাঁও এলাকায় র্যাব অভিযান চালিয়ে মোঃ জাশেম আলীকে গ্রেফতার করে র্যাব। এ সময় তাকেও তল্লাশি করে ৯শ গ্রাম গাঁজা, ২ বোতল বিদেশী মদ, ২টি মোবাইল ফোন ও ৩টি সিমকার্ড উদ্ধার করা হয়।
Share on Facebook
Leave a Reply