শায়েস্তাগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু ॥ পিতার দাবী হত্যা

জাহেদ আলী মামুন ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর নোয়াহাটি গ্রামে বিষ পানে শারমিন আক্তার (২০)নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তবে নিহতের পিতার দাবী তার কন্যাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। জানা যায়, দেড় বছর আগে মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র ব্যবসায়ী ফয়সল মিয়ার সাথে প্রেমের সম্পর্ক করে বিয়ে হয় নুরপুর নোয়াহাটি গ্রামের লাল মিয়ার কন্যা সায়হাম টেক্সটাইল মিলের শ্রমিক শারমিন আক্তারের। বিয়ের পর তাদের দাম্পত্য জিবনে হানিফা নামে একটি কন্যা সন্তানের জম্ম হয়। সম্প্রতি পারিবারিক কিছু বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ দেখা দেয়। এনিয়ে সংসারে ঝগড়া চলে আসছিল। এর জেরে গত সোমবার দুপুরে স্বামীর সাথে অভিমান করে শারমিন আক্তার অগোচরে বিষ পান করে চটপট করতে থাকে। পরে স্থানীয় লোকজন উদ্বার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় সিলেট মেডিকেলে প্রেরন করেন। সিলেট নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে সন্ধায় শারমিনের পিতার পরিবারের লোকজন গিয়ে অভিযোগ তুলেন তাদের মেয়েকে তার স্বামী মুখে বিষ ঢেলে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। এরপর পুলিশ সুরহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। ঘটনার পর থেকে শারমিনের স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
Share on Facebook
Leave a Reply