খোয়াই নদী থেকে হবিগঞ্জ বেবিস্টেন্ডের ব্যবসায়ী গৌরাঙ্গ দাস হত্যার আসামীর দায় স্বীকার

স্টাফ রিপোটার ॥ চুনারুঘাট খোয়াই নদী থেকে হবিগঞ্জ শহরের বেবিস্টেন্ডের ব্যবসায়ী গৌরাঙ্গ দাসের হত্যার ক্লু উদঘাটন করেছে পিবিআই পুলিশ। ঘাতক আসামীর দায় স্বীকার। মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করে নিয়ে যাওয়া হয় আখাউড়া। চিৎকার করায় মুখে কসটেপ মুড়িয়ে হত্যা করে ঘাতকরা, কিলিং মিশনে অংশ নেয় তার সহযোগী ৪ ভাড়াটে খুনি। গত বিকেলে পিবিআই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল আলমের আদালতে হত্যায় জরিত ও তার সহযোগী খুনীদের তথ্য স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে। ঘাতক আজিম হোসেন খান ওরফে সোহাগ । প্রায় ঘন্টাখানেক জবানবন্দি শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়। ঘাতক সোহাগ ভাদৈ গ্রামের রানা মেইকারের ছেলে ও বেবিস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী। পিবিআই জানায় ঘটনার দিন সুহাগসহ তার চার সহযোগীরা মাইক্রোবাস যোগে গৌরাঙ্গ দাস কে অপহরণ করে নিয়ে আখাউড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে গৌরাঙ্গ দাস অতিরিক্ত চিৎকার শুরু করলে ঘাতকরা তার মুখমন্ডলে কসটেব দিয়ে মুড়িয়ে দেয়। এক পর্যায়ে তার মৃত্যু হয়। পরে তারা লাশ গুমের উদ্দেশ্যে চুনারুঘাট বাজার সংলগ্ন খোয়াই নদীর স্টিলের ব্রিজের নিকট হইতে তারা লাশ ফেলে দেয়। পরে গত ২৮ জুলাই চুনারুঘাট খোয়াই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার তার ভাই এডভোকেট রাজ গোপাল দাস চৌধুরী বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআই এর নিকট জন্য হস্তান্তর করা হয়। ঘাতক সুহাগের দেয়া তথ্য অনুযায়ী বাকী আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
Share on Facebook
Leave a Reply