ড্রাইভিং লাইসেন্স পাওয়ার শর্ত শিথিল
সেবা ডেক্স ॥ সড়ক, মহাসগড়কে শৃংখলা ফেরাতে চালকের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে শর্ত শিথিল করা হয়েছে। এ ব্যাপারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, দেশে ভারি ও মধ্যম শ্রেণির মোটরযানের তুলনায় ভারি ও মধ্যমানের ড্রাইভিং লাইসেন্সেধারী চালকের সংখ্যা অপ্রতুল। এ কারণে যাত্রী ও পণ্যবাহী মোটরযানের স্বাভাবিক চলাচল রাখার স্বার্থে ৫টি নির্দেশনা জারি করা হয়েছে। এক. গণপরিবহনে ড্রাইভার হিসেবে নিয়োজিত যাদের হালকা মোটরযান চালনার বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স রয়েছে কিন্তু লাইসেন্সের মেয়াদ এক বছর অতিক্রান্ত হয়েছে। মধ্যম শেণির মোটরযান লাইসেন্সে সংযোজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপরে নিকট আবেদন করতে পারবেন। একই ভাবে মধ্যম শ্রেণির মোটরযান চালনার বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্সেধারী তাদের ড্রাইভিং লাইসেন্সর মেয়াদ নূন্যতম এক বছর অতিক্রান্ত হলে তার লাইসেন্সে ভারি শ্রেণির মোটরযান সংযোজনের জন্য আবেদন করতে পারবেন। দুই. ড্রাইভিং লাইসেন্সে মধ্যম বা ভারি মোটরযান সংযোজনের েেত্র অন্যান্য প্রচলিত বিধি বিধান অনুসরণযোগ্য হবে। তিন. ড্রাইভিং লাইসেন্স মধ্যম বা ভারি মোটরযান সংযোজনের শর্ত শিথিল বিষয়ে এ আদেশ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবত্ থাকবে। চার. আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সর্বনিম্ন এক বছর মেয়াদি হালকা মোটরযান চালনার পেশাদার ড্রাইভিং লাইসেন্সধারী অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিগণ মধ্যম শ্রেণির মোটরযান এবং সর্বনিম্ন এক বছর মেয়াদি মধ্যম মোটরযান চালনার পেশাদার ড্রাইভিং লাইসেন্সধারী অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিগণ ভারি শ্রেণির মোটরযান চালাতে পারবেন। আর এ সময়সীমার পর এর কার্যকারিতা বাতিল বলে গণ্য হবে। পাঁচ . মোটরযান চালানোর েেত্র ট”াফিক আইন কানুন, সাইন-সিগন্যাল, বিধি-বিধান এবং প্রচলিত সরকারি নিয়ম-নীতি ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। এ ব্যাপারে বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ মজুমদার বলেন, এর ফলে চালকদের লাইসেন্সে প্রাপ্তি সহজতর হবে। আমলাতান্ত্রিক জটিলতার কারণে হালকা ও মধ্যম শ্রেণির লাইসেন্সধারী চালকদের ভারি লাইসেন্স পেতে চরম ভোগান্তি পোহাতে হত। আর এ ভোগান্তির কারণেই চল্লিশ শতাংশ চালকের লাইসেন্সে সমস্যা রয়েছে। তিনি বলেন, আশা করি এখন চালকদের লাইসেন্সে প্রাপ্তির জটিলতার অবসান হবে। এ পরিবহন নেতা আরও বলেন, হালকা (এল) থেকে মধ্যম (এম) শ্রেণির লাইসেন্স পেতে তিন বছর সময় লাগে। আবার মধ্যম থেকে ভারি (এইচ) লাইসেন্স পেতে আরও তিন বছর সময় লাগে।
Share on Facebook
Leave a Reply