মামুন বাংলাদেশ বেতারের তালিকাভূক্ত গীতিকার হলেন

নুর উদ্দিন সুমন ॥ তরুন গীতিকার ও অভিনেতা এবং নিরাপদ সড়ক চাই নিসচার হবিগঞ্জ জেলার সাবেক আহবায়ক ও বর্তমান সভাপতি মামুনুর রশিদ মামুন বাংলাদেশ বেতারে গীতিকার হিসেবে তালিকাভূক্ত হয়েছেন । গত ১২ আগস্ট সিলেট আঞ্চলিক পরিচালক আব্দুল হক এর স্বারিত এক চিঠিতে এতথ্য জানানো হয়। এ চিঠি পাওয়ার পর গীতিকারের বন্ধুমহল, সহপাঠি, শুভাকাংড়িখ শুভানুন্ধায়ীগণ আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ এবং ফুলেল শুভেচ্ছা জানান । এ সময় তারা বাংলাদেশ বেতার কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে গীতিকার বাংলাদেশ বেতার কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি খুবই আনন্দিত, আমার লেখা গান বাংলাদেশ বেতারে প্রচার হবে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে! আমি সকলের নিকট দোয়া কামনা করছি। মামুনুর রশীদ মামুন হবিগঞ্জের বাহুবল উপজেলার দৌলতপুরের ভৈরবীকোনা গ্রামের আব্দুর রহিম (ময়না মেম্বার) ও মাতা কুলসুমা চৌধুরীর সন্তান।
Share on Facebook
Leave a Reply