হবিগঞ্জ সদর চুনারুঘাট নবীগঞ্জ ও মাধবপুর হাসপাতালে দালালদের উপদ্রব, হাতাহাতি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রোগীর প্রেসক্রিপশন টানা হেচড়া নিয়ে দুদল দালালের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ২ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টার সময় ওই হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনাটি ঘটে। সূত্র জানায়, সম্প্রতি হবিগঞ্জ লাখাই আসনের এমপি আলহাজ¦ এডভোকেট মোঃ আবু জাহির হাসপাতালে দালালমুক্ত ঘোষণা দেন। এরপরও হাসপাতালের কিছু অসাধু কর্মচারীরা তাদের ছাত্রছায়ায় রেখে গ্রামগঞ্জ থেকে রোগীদেরকে বিভিন্ন কিনিক ও ফার্মেসীতে নিয়ে যায় দালালরা। সেখানে গিয়ে দালালদেও খপ্পরে পড়ে রোগীরা সর্বস্ব হারিয়ে বাড়ি ফিরে। বিষয়টি পুলিশের নজরে আসলে ১৫ দিন আগে ভ্রাম্যমান আদালত সদর হাসপাতালে অভিযান চালিয়ে বেশ কয়েকজন দালালদেরকে জরিমানা করেন। এরপরও থেমে যায়নি তাদের অবাধ বিচরণ। এদিকে, গতকাল বৃহস্পতিবার ওই সময় হাসপাতালে আসা জনৈক মহিলা রোগীর প্রেসক্রিপশন নিয়ে সালাম দালাল ও সোহেল দালালের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পরে দালালরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আব্দুল মালেক (৩৫) নামে এক দালাল আহত হয়। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। চুনারুঘাট, মাধবপুর, বাহুবল, নবীগঞ্জ সদর হাসপাতাল থেকে সাধারণ রোগীদের প্রেসক্রিপশন কেড়ে নিয়ে যাওয়ার প্রবণতা দেখা গেছে। এ বিষয়ে স্থানীয় সাধারণ মানুষ টি এইচ ওর কাছে বিচার প্রার্থী হলেও কোন প্রতিকার পাওয়া যায়না। ফলে দিন দিন এভাবে বেড়েই চলছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *