হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এম্বুলেন্স স্ট্যান্ডে পরিণত হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এখন এম্বুলেন্স স্ট্যান্ডে পরিণত হয়েছে। এম্বুলেন্স চালকরা রোগীদেরকে বেকায়দায় ফেলে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। আর তাদেরকে সহযোগিতা করছেন হাসপাতালের কিছু অসাধু কর্মচারী। সম্প্রতি সিভিল সার্জন হাসপাতালের ভিতরে প্রাইভেট এম্বুলেন্স রাখা নিষেধ করেছেন। কিন্তু এই আদেশ উপো করে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাসপাতালের ভিতরের প্রধান গেইট ও জরুরি বিভাগের সামনে এম্বুলেন্স সারি সারি করে দাঁড়িয়ে থাকে। দেখলে বুঝা যায় এটা যেন হাসপাতাল নয়, গাড়ি রাখার স্ট্যান্ড। রোগীরা জানান, তারা বিপদে পড়ে সরকারি এম্বুলেন্স না পেয়ে দ্বিগুন ভাড়া দিয়ে ঢাকা কিংবা সিলেট তাদের রোগী নিয়ে যেতে হয়। সূত্র জানায়, সদর হাসপাতালে দুটি সরকারি এম্বুলেন্স রয়েছে। কিন্তু প্রাইভেট এম্বুলেন্সের চালকরা সরকারি এম্বুলেন্সের চালককে ম্যানেজ করে অতিরিক্ত ভাড়া নিয়ে রোগীদেরকে ঢাকা কিংবা সিলেট নিয়ে যায়। অনেক সময় রোগীরা ওই দুই সরকারি এম্বুলেন্সের চালককে ফোন করলে তারা হবিগঞ্জ থেকেও বলেন রোগী নিয়ে ঢাকা অথবা সিলেট আছেন। সম্প্রতি একজন সাংবাদিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে একই কায়দায় সরকারি এম্বুলেন্স না পেয়ে প্রাইভেট এম্বুলেন্স দিয়ে ঢাকা গিয়েছেন। এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক রথীন্দ চন্দ দেব জানান, বার বার নিষেধ করার পরও প্রাইভেট এম্বুলেন্সের চালকরা তাদের এম্বুলেন্স হাসপাতালে রাখে। কর্তৃপরে সাথে আলাপ করে ব্যবস্থা নেয়া হবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *