Category Archives: তৃতীয় পাতা

যক্ষা বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত.

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে যক্ষা বিষয়ক এ্যাডভোকেসী ও ডিসিমিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এ এইচ আই মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিবি কেয়ার-২ এর জেলা টিম কো-অডিনেটর তাপস বাড়ই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন ে এরপর পৃষ্ঠা-৩ লিটন, টিবি কন্ট্রোল সুপারভাইজার মোঃ আতাউর রহমান, জেলা প্রোগ্রাম অফিসার নজরুল ইসলাম। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন টিবি কন্ট্রোল এসিসটেন্ট পিটার বাড়ই, প্রোগ্রাম এসিসটেন্ট ম্যানুয়াল ডায়াস,  প্রোগ্রাম অফিসার মোঃ চিশতীয়া আলম, আব্দুল হান্নান, হারুনুর রশীদ চৌধুরী, বেনী মাধব দেব প্রমুখ।

সেচ ব্যবস্থার বিঘ্ন ঘটায় উৎপাদন হ্রাসের আশংকা……….

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগান ও তার ফাঁড়ি রঘুনন্দন চা বাগানে বারবার ঘটছে ট্রান্সফরমার চুরির ঘটনা। এমনকি চোরেরা মটরসহ বৈদ্যুতিক সরঞ্জাম চুরিরও চেষ্টা করে একাধিকবার। এই ঘটনায় বাগানের ম্যানেজম্যান্ট উদ্বিগ্ন। বিদ্যুতের সমস্যায় সেচ কাজসহ বাগানের বিভিন্ন কার্যক্রমে বিঘœ ঘটায় বাগানের উৎপাদন হ্রাসের আশংকা করছেন তারা। এ ব্যাপারে বারবার মামলা করার পরও কোন প্রতিকার হচ্ছেনা। দেউন্দি চা বাগান সূত্রে জানাযায়, গত ২ আগস্ট রাত দেড়টায় বাগানের ১৭নং সেকশনে অবস্থিত পাম্প হাউজে থাকা ৫ লক্ষ টাকা মূল্যের ৩টি ট্রান্সফরমার চুরি হয়। ঘটনার সময় েে এরপর পৃষ্ঠা-২ সেখানে ডিউটিতে ছিল চৌকিদার অর্জুন কালিন্দি ও দুলাল মাল। তারা চোরদেরকে বাধা দিলে চোরোর হাতে থাকা অস্ত্র দিয়ে চৌকিদারদেরকে ভয় দেখিয়ে ট্রান্সফরমার তিনটি ...

ব্যারিস্টার সায়েদুল হক সুমনের উদ্যোগে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর প্রসিকিউটর ও চুনারুঘাট পীরের বাজারের বাসিন্দা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার চুনারুঘাট পৌর শহরের পীরের বাজারস্থ তার নিজ বাসভবনে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান এডভোকেট মশফিউল আজাদ, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশহুদুল কবীর, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শওকত হোসেন, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, ডেপুটি জেলার ফারুক হোসেন, সোহেল মিয়া, সরাইল উপজেলা ভাইস চেয়ারম্যান শের আলম, চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী, ওসি তদন্ত ইকবাল আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোতাব্বির আলী, আলহাজ্ব আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক রজব আলী, সজল দাস, মোঃ ...

আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রাজিবের ঈদের কাপড় বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে কেন্দ্রীয় আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক ও চুনারুঘাট উপজেলার আইতন জজ বাড়ী গ্রামের বাসিন্দা বিচারপতি আব্দুল হাই’র ছেলে আরিফুল হাই রাজিব ও ব্যারিস্টার ইমরানুল হাই সজীবের সৌজন্যে প্রতি বছরের ন্যায় এবারও চতুর্থ বারের মত ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও গ্রামাঞ্চলে গরীব দুস্থ মানুষের মাঝে দুই হাজার লুঙ্গি ও শাড়ী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় চুনারুঘাট মধ্যবাজারসহ উপজেলার বিভিন্ন এলাকার গরীব দুস্থ মানুষের মাঝে এ কাপড় বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক আরিফুল হাই রাজিব, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি দেওয়ান মোঃ জয়নাল আবেদীন, ব্যারিস্টার ইমরানুল হাই সজীব, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, ইকবাল আহমেদ, তৌহিদ মিয়া, ...

একটি মানবিক আবেদন ছবিতে যাকে দেখছেন

নাম শামীম আহমেদ। পিতা আইয়ূব আলী। মাতা কুলসুমা বেগম। চুনারুঘাটের আমুরোড বাজারের পার্শ্বেই কালামন্ডল গ্রামে তার বাড়ী। ৪ ভাই ৩ বোনের পরিবার শামীমের। ২০০৮ সালে হবিগঞ্জের শাহজালাল সুন্নীয়া মাদ্রাসা থেকে হাফেজ শেষ করেন। ২০১০ সালে দাখিল ও ২০১২ সালে আলীম পাশ করেন। পরে ভেবেছিলেন বৃন্দাবন কলেজে অনার্স কোর্সে ভর্তি হবেন সেটা আর হয়ে উঠেনি স্বপ্ন-ই রয়ে গেল। পড়ার পাশাপাশি হবিগঞ্জের একটা ক্রিকেট ক্লাবে নিয়মিত খেলতেন তিনি। কিন্তু এই সুন্দর সাজানো জীবনে কালো ছায়া হয়ে আসে মরনব্যাধি ক্যান্সার রোগ। প্রতি রমজান মাসে খতমে তারাবিহ র নামাজ পড়াতেন এবার পারছেন না অসুস্হের জন্য। কিন্তু শামীম অনেক আশাবাদি যে সে সুস্হ হয়ে উঠবে। পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত ২৫/২৬ লাখ টাকা খরচ হয়ে গেছে ডাক্তাররা বলছেন ভারতে ...

হারিয়েছে

আমার এইচএসসি পরীক্ষার প্রবেশ পত্র ও রেজিষ্ট্রেশন কার্ড হারিয়ে গেছে। যার রোল নং-৩১৮৬৬১, রেজিষ্ট্রেশন নং-৫২৯১৪৯, শিক্ষাবর্ষ- ২০১২-২০১৩ইং, পরীক্ষার সন-২০১৪ইং, বিভাগ- মানবিক, বোর্ড-সিলেট। চুনারুঘাট থানায় জিডি নং-৭৬৭, তারিখ-২০-০৭-২০১৪ইং। ছাবিকুন নাহার জেবিন

[gallery ids="813,811"]

বানিয়াচঙ্গে কুকুরের কামড়ে ১৫ জন আহত

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে কুকুরের কামড়ে স্কুল ছাত্র সহ ১৫ জন আহত হয়েছে। আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সম্প্রতি বানিয়াচং বাজারের আশপাশের বেওয়ারিশ কুকুরে আনাগোনা বৃদ্ধি পেয়েছে। হঠাৎ করে ব্যাপক হারে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় জন সাধারণের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। হাট-বাজার ও মসজিদে চলাচলের সময় অনেকেই হাতে লাটি নিয়ে যাচ্ছেন। তবে আহতদের ভ্যাকসিন হাসপাতালে না থাকায় রোগীরা চিকিৎসা নিতে হিমসীম খেতে হচ্ছে। বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবপদ রায় জানান, আমাদের এখানে কুকুরের কামড়ের ভ্যাকসিন নেই এবং হবিগঞ্জ সদর হাসপাতালে যোগাযোগ করলে সেখানেও ভ্যাকসিন নেই বলে তারা জানান। এ অবস্থায় আহতরা স্থানীয় ফার্মেসী থেকে ভ্যাকসিন দিতে হবে। তবে চিকিৎসার কোন সমস্যা ...

আহম্মদাবাদে হান্নানের ছোট ভাইর জানাযা সম্পন্ন

আমুরোড প্রতিনিধি ॥ চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের হারাজুরা গ্রামের নেতা হান্নানের বড় ভাই মোঃ গুনি মিয়ার ছেলে মোঃ আঃ জাহির (৪৯) রবিবার রাত ১২ ঘটিকার সময় সিলেট রাগিব আলী হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ..... রাজিউন)। পরের দিন সোমবার বাদ আসর তার জানা য়ার নামাজ ইউনিয়ন মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। তার জানাযায় অংশ নেন ইউ/পি চেয়ারম্যান ও আমুরোড হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আবেদ হাসনাত চেীধুরী সন্জু, সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার ও আমুরোড বাজার কমিটির সভাপতি আঃ রহমান আজাদ, অধ্যক্ষ আলাউদ্দিন মাষ্টার, আঃ জাহির মহালদার, জামাল উদ্দিন আখন্জীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মৃত্যুকালে পিতা, মাতা, স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে যান।

চুনারুঘাটে বিলপাড় মসজিদের ১ টন গম আত্মসাৎ এর অভিযোগ

স্টাফ রির্পোটার ॥ চুনারুঘাট পৌর শহরে বিল পাড়ের ভূয়া কমিটি দেখিয়ে মসজিদের ১ টন গম আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ প্রকাশ চুনারুঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের বিল পাড় গ্রামের জনৈকি আমিরিকান প্রবাসীর সহযোগীতায় একটি মসজিদ নির্মাণ হয়। ওই মসজিদের উন্নয়নের জন্য স্থানীয় সংসদ সদস্য এডঃ মাহবুব আলীর বিষেশ বরাদ্দ থেকে ১টন গম প্রদান করেন। মসজিদ কমিটির সভাপতি আঃ হেকিম এবং ভাই আব্দুস ছামাদের ছেলে আঃ আজিজ ও গ্রামের ২ জনের ভূয়া স্বাক্ষর দেখিয়ে ১ টন গম উত্তোলন করেন মর্মে গ্রামের ৩৫ জন মসল্লী মসজিদের পক্ষে অভিযোগটি উপজেলা নির্বাহী অফিসারের বরাবর দায়ের করেন।

প্রকাশিত সবাদের প্রতিবাদ

সাপ্তাহিক প্রথম সেবা’য় প্রকাশিত গত ৯ জনু,২০১৪ইং মুক্তি তৃষিতা সিনহ্া পিতাঃ ব্রজকিশোর সিংহ, মাতা- বাসনা সিনহ্া, সাং ভান্ডারীগাঁও, ইসলামপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার, হিন্দু সনাতন ধর্ম গ্রহন করেছে। এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা। প্রকাশিত যে, মোঃ রুমী তরফদারের পুত্র মোঃ জাকির তরফদার সাং ফুলবাড়ী, চুনারুঘাট সাথে প্রনয়েনর কারণে তো দূরে থাক মুক্তি ও জাকিরের জীবনে দেখা পর্যন্ত হয় নাই। নোটারী পাবলকের দ্বারা কৃত গত ১-৪-১৪ ইং হবিগঞ্জে এফিডেভিটটি তাও ভিত্তিহীন মিথ্যা এবং ষড়যন্তমূলক। বিনিত ব্রজকিশোর সিংহ

পৈত্রিক সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ ॥ একই জমি দু’জনকে দলিল করে দেয়ার অভিযোগ

স্টাফ রির্পোটার ॥ চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের আব্দুর নূরের ছেলে আব্দুর রউফদের বিরুদ্ধে একই জমি দু’বার রেজিষ্ট্রারীর অভিযোগ পাওয়া গেছে। জানাযায়, পারিবারিক জমি জমা নিয়ে দীর্ঘ দিন যাবৎ সহোদর ভাইদের সাথে বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে সৈয়দ লিয়াকত হাসান, ইউপি সদস্য কেরামত আলী, কাউছার বাহারসহ শতাধিক লোকজন বার বার বিচার শালিস করে ব্যর্থ হয়। পরে চুনারুঘাট থানার ভারপ্তাত কর্মকর্তা ওসি অমূল্য কুমার চৌধুরীর একান্ত প্রচেষ্টায় পারিবারিক জমি সংক্ষান্ত বিরোধ নিস্পতি হয়। সকল স্থাবর অস্থাবর সম্পিতর মধ্যে আঃ রউফকে ৩ কেয়ার ধান্য জমি ও ২ লক্ষ টাকা নগদ দেওয়ার সিদ্ধান্ত হয়। সে মোতাবেক নিজ বাড়ি ৮ শতক ৩৩ শতাংশে জমি সহোদর আঃ কাইয়ূম ও আঃ লতিফের নামে লিখে দেওয়ার সদ্ধান্ত হয়। গতকাল ...

চুনারুঘাটে তুচ্ছ ঘটনায় পিতা- পুত্রকে পিটিয়েছে একদল দূর্বৃত্ত

স্টাফ রিপোর্টার ॥ ট্রাক্টরে করে দেরীতে আনার কারনে একদল দূর্বৃত্ত বাপ-ছেলেকে পিটিয়ে আহত করেছে। জনাযায়, গত শনিবার সকালে চুনারুঘাট উপজেলার আসামপাড়া বাজার থেকে জারুলিয়া গ্রামের মরম আলীর পুত্র আজমান মিয়া ট্রক্টরে করে ইছালিয়া ব্রীজের আসতে চায় একটু দেরী হওয়ার কারনে আজমান ক্ষিপ্ত হয়। ট্রাক্টর হেলপার জামাল মিয়ার উপর । এ নিয়ে দুপুরে ইয়ালিয়া ব্রীজের কাছে আজমান,মন্নান ও উজ্জল মোঃ জামাল মিয়াকে বেধরক মারপিট করে। পিতাঃ আঃ মালেক মিয়া (৩৬) এগিয়ে আসলে তাকেও মারপিট করে। এতে আঃ মালেকের একটি আঙ্গুল ভেঙ্গে যায়। স্থানীয়রা বাপ ছেলেকে আহত অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে।

মাহে রমজানকে স্বাগত জানিয়ে চুনারুঘাটে ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনার মিছিল

এস এম সুলতান খান ॥ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে গত শনিবার বিকালে মাহে রমজানকে স্বাগত জানিয়ে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মধ্যবাজারে এক সভায় মিলিত হয়। উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মুসলিম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুত মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, উপজেলা সাংগঠনিক সম্পাদক এস এম সুলতান খান, অর্থ সম্পাদক মাওলানা শেখ জামাল আহমদ, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা মীর আহমদ আলী, মাওলানা ...

শায়েস্তাগঞ্জে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনার মিছিল

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ মাহে রমজানকে স্বাগত জানিয়ে শায়েস্তাগঞ্জে ইসলামী ফ্রন্ট ও ছাত্র সেনার মিছিল করেছে।গতকাল বাদ মাগরিব শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং থেকে এক মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে । মিছিল শেষে দাউদনপর বাজার পয়েন্টে এক পথ সভায় মিলিত হয়। শায়েস্তাগঞ্জ থানা ইসলামী ফ্রন্টের সভাপতি প্রভাসক মাওলানা সাহাব উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা হারুনুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ইসলামী ফ্রন্টের কৃষি সম্পাদক আব্দুল ওয়াহেদ বাচ্চু,মাওলানা আব্দুল কাদির, শামিম চৌধুরী, তাজুল ইসলাম,মাওলানা নিজাম উদ্দিন,মাওলানা সামছুদ্দিন, মাওলানা আবু তাহের গনি, আলহাজ ডাঃ আব্দুল ওয়াহাব, পিরজাদা সফিকুল ইসলাম,থানা ছাত্র সেনার সভাপতি হাফেজ মোঃ ফরাশ উদ্দিন, সাবেক সভাপতি হাফেজ হান্নান, জালাল উদ্দিন, হাফেজ জামিল আহমদ বাচ্চু প্রমূখ।সভায় বক্তাগন পবিত্র ...

রাহাত মাহমুদ রিয়াদ গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে

রাহাত মাহমুদ রিয়াদ চুনারুঘাট উপজেলার রাজার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে উপজেলার সুকদেবপুর গ্রামের হাজী রফিক মিয়া ও রহিমুন্নেছা তালুকদারে ছেলে এবং তার নানা উপজেলার গাজীনগর গ্রামের হাজী আব্দুল জব্বার তালুকদার। সে তার এ ফলাফলের জন্য স্কুলের শিক্ষক মন্ডলী কাছে কৃতজ্ঞতা জানায়। সে সকলের কাছে দোয়া প্রার্থী।

স্বতি তালুকদার গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে

নুরে জান্নাত স্বতি তালুকদার চুনারুঘাট উপজেলা রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। তার দাদা উপজেলা গাজীনগর গ্রামের হাজী আব্দুল জব্বার তালুকদার এবং তার নানা বাহুবলের হাজী লুৎফুল হক। সে তার এ ফলাফলের জন্য স্কুলের শিক্ষক মন্ডলী কাছে কৃতজ্ঞতা জানায়। সে সকলের কাছে দোয়া প্রার্থী।

দেওরগাছ ইউনিয়ন পরিষদ

হাছান আলী॥ চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদের ২০১৪-২০১৫ অর্থবছরের ৫২ লাখ ৮ হাজার ৪৫৫ টাকার বাজট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দেওরগাছ ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভায় চেয়ারম্যান শামছুন্নাহার চৌধুরী এ বাজেট ঘোষণা করেন। বাজেটে ট্যাক্স কালেকশন এলজিএসপি, টিআর, কাবিখা ও এডিপি বাবদ আয় এবং গ্রামীণ রাস্তাঘাট, কালভার্ট স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থাসহ বিভিন্ন খাতে ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ ৯০ হাজার ৯৫৫ টাকা। বাজেট সভায় বক্তব্য রাখেন ইউপি সচিব মোঃ মাসুক মিয়া, সাংবাদিক মোঃ হাছান আলী, ইউপি সদস্য মোঃ রজব আলী, মোঃ শেরু মিয়া, নৃপেন পাল, মহিলা মেম্বার রঞ্জন কানু, মা-মনি প্রকল্পের কামরুন্নাহার ও শ্রমিক নেতা শামসুন্দর প্রমূখ।