
টিভি মিডিয়ার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। টিভিপর্দা থেকে এখন বড়পর্দাতেই বেশি ব্যস্ততা তার। এরই মধ্যে চলচ্চিত্রে ববি, মৌসুমী, মম, আইরিন সুলতানা, মৌসুমী হামিদ, বিপাশা কবিরসহ অনেকের বিপরীতে অভিনয় করেছেন তিনি। তবে এত নায়িকার বিপরীতে কাজ করার পরও মিলনের মনে কোথায় যেন কমতি থেকেই গেছে। সমপ্রতি সেই কমতিকে ঘিরে নিজের একটি ইচ্ছার কথা জানালেন তিনি। আর তার সেই ইচ্ছাটা হলো চিত্রনায়িকা পপিকে নিজের নায়িকা হিসেবে চান তিনি। এত নায়িকার ভিড়ে পপিকেই কেন নায়িকা হিসেবে চান। এমন প্রশ্নের জবাবে মিলন বলেন, এর আগে টিভি নাটকে পপির সঙ্গে কাজ করেছিলাম। পপি শুধু একজন ভাল অভিনেত্রী নয়, খুব সহযোগিতাপরায়ণও। আর তাই বড়পর্দাতেও পছন্দের এ নায়িকার বিপরীতে অভিনয় করার ইচ্ছা আমার। ২০১৩ সালে ঈদের ...