Category Archives: শেষের পাতা

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সৌদি আরবের আলহাছা

মোঃ মিজানুর রহমান, সৌদি আরব প্রতিনিধি ॥ প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সৌদি আরব দাম্মামের আল-হাছা জেলার সীমান্তবর্তী এলাকা। মরুভ’মি আর ধু-ধু বালুর তোপে বেষ্টিত মধ্য এশিয়ার এই দেশ সৌদি আরব। গত দু'দিন যাবৎ সৌদিআরব প্রতিনিধি হিসেবে সরজমিনে সেখানে অবস্থান করলে দেখা যায় অপরূপ এক প্রাকৃতিক সৌন্দর্যের সবুজ লীলা নিকেতন। সেখানকার প্রাকৃতিক পরিবেশ দেখলে কিছুতেই মনে হয় না যে এটা মরুভূমির দেশ, মনে হয় যেন বাংলাদেশের নির্জন পাহাড়ী এলাকার কোন এক প্রান্তর। সৌদি আরবের জাতীয় ফল খেজুর। যে ফলটি বিশ্বনবী মোহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) ফলের মধ্যে সবচেয়ে বেশী পছন্দ করতেন। এজন্যই এটি সৌদি আরবের জাতীয় ফল এবং খেজুর গাছটি ও জাতীয় গাছ বলে বিবেচিত। সেই খেজুর বাগানেই আবেষ্টিত জেলার পুরোটি কাতার ...

লস্করপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ॥ ৩০ জন আহত

মোঃ মামুন চৌধুরী ॥ লস্করপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গত শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরের আদ্যপাশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানায়, সিলেট থেকে শাহজালাল পরিবহনের একটি বাস ৫০ জন যাত্রী নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে রওয়ানা হয়ে আদ্যপাশা নামকস্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে একই পরিবারের সোহেনা আক্তার (৪০), তার ছেলে সাহিদুর রহমান (৭), মেয়ে তানিয়া আক্তারসহ (৪) ৩০ জন আহত হয়। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীন এর সত্যতা নিশ্চিত করেছেন।

কালেঙ্গায় নিরিহ ভূমিহীন পরিবারকে জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার কালেঙ্গার লালকেয়ার আদর্শ গ্রামের এক নিরিহ ভূমিহীন পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করার অভিযোগ পাওয়া গেছে। গত ২৩ এপ্রিল সন্ধ্যায় একই গ্রামের মোঃ পটু মিয়া প্রকাশ নাম পট্ট্রয়াগংরা উচ্ছেদ করে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পূর্বাঞ্চলের কালেঙ্গা লালকেয়ার আদর্শ গ্রামের নুর আলী পরিবারের স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে তার শশুর রেশম আলী বাড়িতে বসবাস করতেন। ঘটনার দিন একই গ্রামের পটু মিয়াসহ একদল দুর্বৃত্তরা তার বাড়িতে হামলা চালায়। পরে ১ লাখ টাকা চাদা দাবী করে। টাকা না দেয়ার জোরপূর্বক মোঃ নুর আলীসহ তার পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের করে দেয়। নুর মিয়া পরে এলাকার চেয়ারম্যান, মেম্বার ও মুরুব্বীদের জানান। বর্তমানে নুর আলী তার শশুরের অন্য ...

নবীগঞ্জে লন্ডন প্রবাসীর কন্যাকে খুন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের পল্লীতে এক লন্ডন প্রবাসীর কন্যাকে তার বসতঘরে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ ওই মহিলার গলাকাটা লাশ হাত বাধা অবস্থায় উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার কামিরাই গ্রামে। নিহত আমেনা আক্তার ওই প্রামের জাবিদ উল্লার স্ত্রী। সূত্র জানায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের কামিরাই (টুনাকান্দি) গ্রামের লন্ডন প্রবাসী মরহুম হাজী জরিফ উল্লার কন্যা এবং একই গ্রামের জাবিদ উল্লার স্ত্রী আমেনা আক্তার (৪৫)কে ওইদিন রাতে তার বসতঘরে কে বা কারা হাত বেঁধে গলা কেটে হত্যা করে বিছানায় বালিশ চাপা দিয়ে রেখে যায়। সকালে নিহত আমেনা আক্তারের ছেলে আমিন আহমদ মা’কে খাবারের জন্য ডাকতে গেলে মায়ের ঘরের দরজা খোলা দেখতে পায়। পরে ঘরে ঢুকে দেখেন বিছানায় তার ...

জালালাবাদে কিশোরী অপহরণ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী

আজিজুল ইসলাম সজিব ॥ হবিগঞ্জ শহরতলীর জালালাবাদ গ্রাম থেকে এক কিশোরীকে অপহরণ করা হয়েছে। অপহরণের পর ওই কিশোরীর দরিদ্র পরিবারের কাছে মোবাইল ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণধ দাবী করছে দূর্বৃত্তরা। এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। জানা যায়, গত ৫ মে নিজ বসত ঘর থেকে ওই গ্রামের রিক্সা চালক দরিদ্র আব্দুল সালামের কিশোরী কন্যা শিমা আক্তার নিখোজ হয়। এরপর বিভিন্নস্থানে খোজাখুজি করেন স্বজনরা। পরে গত ১২ মে রাত ৮ টায় ০১৭৬৮-৭৬৮০৬১ নাম্বার থেকে আব্দুল সালামের ০১৭৯৩-২১৫১২৬ নাম্বারে হাছান পরিচয়ে এক ব্যক্তি ফোন করে। সে তখন ৫০ হাজার টাকা মুক্তিপণের শর্তে সিমা আক্তারকে ফিরিয়ে দেয়ার কথা বলে। অন্যথায় সিমাকে প্রাণে হত্যার হুমকি দেয়। ঘটনার পর গত ...

বানিয়াচংয়ে শিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। যাত্রাপাশা এলাকার মাখন দেবের ছেলে অঞ্জন দেবকে অভিযুক্ত করে ওই ছাত্রীর বাবা শুক্রবার স্থানীয় চেয়ারম্যান রেখাছ মিয়ার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত অঞ্জন দেব মহারত্নপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। শিশুটি যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। লিখিত অভিযোগে বলা হয়, ২৬ এপ্রিল সন্ধ্যার দিকে মেয়েটি বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলাধূলা করছিল। এ সময় পাশের বাড়ির অঞ্জন দেব মেয়েটিকে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটি ঘরে এসে তার মাকে ধর্ষণের কথা জানায়। মুরুব্বিসহ কাউকে ঘটনা না জানাতে গলায় ছুরি ধরে হুমকি দেয় অঞ্জন দেব। সামাজিকভাবে হেয়সহ হুমকির ভয়ে থানা পুলিশসহ এতদিন ...

চুনারুঘাট-সাতছড়ি মহা- সড়কের ১৫ স্থানে ভাঙ্গন

আবুল কালাম আজাদ ॥ মারাত্মক ঝুকিঁর মধ্যে রয়েছে পুরাতন ঢাকা সিলেট মহাসড়কের ২০ কিলোমিটার অংশ। সড়কের চুনারুঘাট থেকে সাতছড়ি হয়ে সুরমা পর্যন্ত কমপক্ষে ১৫টি স্থানে মারাত্মক ভাঙ্গন দেখা দিয়েছে। সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে এসব ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। পুনরায় বৃষ্টি হলেই সড়কটিতে যে কোন সময় যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এতে চুনারুঘাটের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যাবে মাধবপুর উপজেলার। এদিকে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ উক্ত সড়কের ভাঙ্গনগুলো বল্লী ও বালিভর্ত্তি বস্তা দিয়ে সড়কটির বিভিন্ন অংশে মেরামতের মাধ্যমে রক্ষার চেষ্টা করছে। গত শুক্রবার সরজমিনে দেখা যায়, পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের চুনারুঘাট থেকে সাতছড়ি হয়ে সুরমা পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য ভাঙ্গন দেখা দিয়েছে। কোন কোন স্থানে ভাঙ্গনগুলো বড় আকার ...

চুনারুঘাটে চা বাগানের ছায়াবৃক্ষ কেটে উজার করছে গাছপাচারকারীরা

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগান, লস্করপুর চা বাগান, লালচান্দ চা বাগানের ছায়াবৃক্ষ কেটে উজার করছে গাছপাচারকারীরা। চা বাগনগুলোতে বৃক্ষ কাটার মহোউৎসব চলছে রাতের আধারে। চুনারুঘাটের শানখলা ও পাইকপাড়া ইউনিয়নের স্থানীয় কিছু প্রভাবশালী এবং গাছচোর চক্র রাতের আধারে নির্বিচারে চা-বাগানের এসব ছায়াবৃক্ষ খেটে নিয়ে চুনারুঘাট উপজেলার পৌরসভা, চুনারুঘাট সদর, পাইকপাড়া ও শানখলা ইউনিয়নসহ শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরসভা ও ইউনিয়ন, নুরপুর ইউনিয়নে অর্ধশতাধিক করাত কলগুলো ও ফার্নিচার দোকানে বিক্রি করছে। গাছগুলো বেশির ভাগ দেউন্দি, লস্করপুর ও লালচান্দ চা বাগান থেকে পিকআপ, ডায়না, ট্রাক, পাওয়ার টিলার, ইঞ্জিন চালিত ট্যাম্পো, ভ্যান গাড়ি যোগে মহাসড়কের পার্শ্বে, বাছিরগঞ্জ বাজার (সুতাং), চুনারুঘাটের বিকল্প অলিগলি রাস্তা দিয়ে পাচার হচ্ছে গভীর রাত থেকে ভোর ৫টা ...

চুনারুঘাটে আশা ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

রায়হান আহমেদ ॥ চুনারুঘাটে আশা ম্যাটস ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারা দেশের ন্যায় চুনারুঘাট উপজেলার নোমান নগর বাজারে আশা ম্যাটস-এর শিক্ষার্থীরা উচ্চ শিক্ষাসহ চার দফা দাবী আদায় এবং গত ২৬এপ্রিল রাজশাহী, নোয়াখালী, বাগেরহাট, বগুড়ায় পুলিশী হামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করে। এতে ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, মো. ইমরান মিয়া, মো. মমিতুল ইসলাম চৌধুরী মিথুন, মো. সোহেল, মো. সুমন, মোছা. শরীফা আক্তার প্রমুখ। বক্তারা বলেন, পৃথিবীতে বাংলাদেশই একমাত্র দেশ, যে দেশে উচ্চ শিক্ষার দাবীতে শিক্ষার্থীরা মানববন্ধন করলে পুলিশের লাঠি চার্জের শিকার হতে হয়। তারা শিক্ষার্থীদের উপর লাঠি চার্জের তীব্র নিন্দাসহ উত্থাপিত চার দফা দাবী আদায়ে যথাযত কতৃপক্ষের দৃষ্টিপাত কামনা ...

চুনারুঘাটে স্বামী-স্ত্রীকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে প্রতিপক্ষ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বোরো ধান কাটাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে মাথায় কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। গত শনিবার বেলা ২টার দিকে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের পনারগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে আহতরা হল পনারগাও গ্রামের মৃত আব্দুল ছাত্তারের পুত্র আব্দুর রউফ (৩২) ও আব্দুর রউফের স্ত্রী আলফা আক্তার (২৪)। জানা যায়, শনিবার ২টার দিকে ৮নং সাটিয়াজুরী ইউনিয়নের পনারগাঁও গ্রামের আব্দুর রউফের নিজ বসত বাড়ীর উত্তর দিকে বোরো ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দায়ের কুপে আব্দুর রউফের মাথায় কুপিয়ে তার স্ত্রী আলফা আক্তারকে সারা শরীরে বেদরক পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন আহত আব্দুর রউফ ও তার স্ত্রীর আত্মচিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে ভর্তি করা হয়েছে। গুরুতর ...

চুনারুঘাটে হাম রুমেলা টিকা বিশেষ কর্মসূচি চালু

এস আর সুজন ॥ হাম রুমেলা বিশেষ টিকাদান কর্মসূচি চালু হয়েছে। ৯ মাস বয়স থেকে ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের এ টিকা দেয়া হয়। ২৯শে এপ্রিল থেকে শুরু হয়েছে আগামী ১৪ই মে পর্যন্ত এ কর্মসূচি চলবে। গত বৃহস্পতিবার চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিটিং রুমে হাম রুমেলা কর্মসূচির আনুমানিক উদ্ভোধন ও এর সুফল তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ দেবাশীষ দেবনাথ। প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, ডাঃ মোজাম্মেল হোসেন, ডাঃ ফাতেমা হক, ডাঃ মোমিন উদ্দিন চৌধূরী, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুল ইসলাম, সিনিয়র স্টাফ, নার্স বৃন্দ ও অন্যান্যরা। সেমিনারে হাম রুমেলা ...

আড়াই বছর পর আবারও মেয়রের আসনে জিকে গউছ

এম আই সজিব ॥ প্রায় আড়াই বছর পর আবারো পৌরসভার মেয়রের আসনে বসেছেন আলহাজ্ব জি, কে গউছ। পবিত্র ওমরাহ পালন শেষে গতকাল রবিবার সকাল ১০ টায় পৌরভবনে এসে পৌছুলে হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মেয়র জি, কে গউছকে ফুলের শুভেচ্ছা জানান। পৌরসভার মেয়রের কক্ষে এ সময় খতমে কোরআন ও এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ পৌরসভার সকল নাগরিককের জীবনমান উন্নয়ন ও মেয়রের নতুন করে দায়িত্বপালনে সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। ২০১৪ সালের ১০ নভেম্বরের পর এই প্রথম মেয়র আলহাজ্ব জি, কে গউছ মেয়রের কক্ষে তার আসনে বসলেন। মোনাজাত শেষে মেয়র হবিগঞ্জ পৌরসভায় কর্মরত বিভিন্ন পদে দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীদের সাথে বৈঠকে বসেন। তিনি হবিগঞ্জ পৌরসভার নাগরিক সেবার মান উন্নয়ন এবং ...

শায়েস্তাগঞ্জে ভাতাভোগীদের অর্থ প্রদান

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় কর্মজীবী মহিলাদের ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল থেকে ৩৬০ জন ভাতাভোগীদের মাঝে অর্থ প্রদান করা হয়েছে। গত শুক্রবার বিকাল ৫টার দিকে পৌরসভা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে শায়েস্তাগঞ্জ পৌরসভা। মেয়র মোঃ ছালেক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম। বক্তব্য রাখেন- জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মোঃ আব্দুল মুকিত প্রমুখ।

সৌদি ছাড়ছেন ১২ হাজার বাংলাদেশি

মোঃ মিজানুর রহমান, সৌদি আরব ॥ ১২ হাজার বাংলাদেশি অভিবাসীকে সৌদি আরব ছাড়তে হচ্ছে। অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার নির্দিষ্ট সময়সীমা বেধে দিয়েছে রিয়াদ। কর্তৃপক্ষের এমন কঠোর নিষেধাজ্ঞার কারণে জুনের ৩০ তারিখের মধ্যেই সৌদি ছাড়তে হচ্ছে বাংলাদেশি অবৈধ অভিবাসীদের। দ্য স্টেটসম্যানের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। ৩০ জুনের মধ্যে দেশ ছাড়ার জন্য বাংলাদেশি অবৈধ অভিবাসীদের ছাড়পত্র দিয়েছে সৌদি সরকার। এই অভিবাসীদের সাধারণ ক্ষমার মাধ্যমে দেশে ফেরত পাঠানো হবে। তবে ভবিষ্যতে বৈধ নিয়মে তারা আবারও সৌদি যেতে পারবেন। যারা নির্ধারিত সময়ে দেশ ছাড়বেন না তাদের জেল এবং জরিমানা গুনতে হবে। চলতি মাসের ২০ তারিখে অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার ঘোষণা দিয়েছে সৌদি। সৌদিতে বাংলাদেশি দূতাবাসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত ৭ হাজার ৩০’শ ...

বাংলা নববর্ষে নতুন সাজে সাজবে সাতছড়ি জাতীয় উদ্যান

স্টাফ রিপোর্টার ॥ বাংলা নববর্ষ উপলক্ষে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানকে নতুন করে সাজানো হয়েছে। শীত মৌসুমে এ উদ্যানে মূলত ভ্রমণ পীপাসুদের আগমন ঘটলেও বিশেষ করে দুটি ঈদ ও বাংলা নববর্ষে লাখো মানুষের সমাগম হয়। এ থেকে সরকার লাখ লাখ টাকার রাজস্ব আয় করতে সক্ষম হয়। ভ্রমন পীপাসুরাই মুলত এসব অর্থের যোগান দিয়ে থাকেন। তবে বিশ্বরোড না থাকায় ইচ্ছে করলেই এখানে কেউ সহজে আসতে পারছেন না। আবার সাম্প্রতিক কালে সাতছড়ি জাতীয় উদ্যানে ঘটে গেছে নানা অপ্রীতিকর ঘটনা। ধর্ষন, শ্লীলতানী, অপহরন ও আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে এ উদ্যান এলাকায়। এক সময় প্রেমিক-প্রেমিকা সহ ভ্রমন পীপাষুদের অবাদ বিচরনের স্থান ছিল এ পার্কটি। কিন্তু বন্যপ্রাণী ও জীব বৈচিত্র এবং উদ্যান ব্যবস্থপনা কমিটির করা ...

অবৈধরা দেশে ফেরার জন্য ৯০ দিনের সুযোগ দিয়েছে সৌদি সরকার

মোঃ মিজানুর রহমান, সৌদিআরব ॥ সৌদি আরবে অবৈধ শ্রমিকরা দেশে ফেরার জন্য ৯০ দিনের সুযোগ পাচ্ছেন। উল্লেখ্য যাদের ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও অবধৈভাবে সৌদি আরবে অবস্থান করছনে, তারা বিনা শাস্তিতে দেশে ফিরতে ৯০ দনিরে সুযোগ পাচ্ছনে। সৌদি আরবের উপপ্রধানমন্ত্রী যুবরাজ মুহাম্মদ বিন নায়িফ গত রবিবার ‘এ নশেন উইদাউট ভায়োলটেরস’ র্কমসূচির উদ্বোধন করে তিন মাসের এই ‘সাধারণ ক্ষমার’ ঘোষণা দেন। যুবরাজ মুহাম্মদ বিন নায়িফ বলেছেন, বসবাসের অনুমতি (ইকামা) ছাড়া অবস্থান, অনুমতি ছাড়া কাজ করা এবং অবৈধ অনুপ্রবেশের মতো অপরাধের ক্ষেত্রে গত ২৯ র্মাচ থেকে এই সাধারণ ক্ষমা প্রযোজ্য হয়েছে। যারা এই সুযোগ নেবেন, তাদের কোনো শাস্তি ছাড়াই দেশে ফেরার সুযোগ দেওয়া হবে। এমনকি ভবিষ্যতে কাজ নিয়ে আবারও বৈধভাবে ...

শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান রাজা মিয়া আর নেই

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রেজ্জাক রাজা মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ...... রাজিউন)। গতকাল বুধবার সকাল ৬ টায় ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। এর আগে গত সোমবার স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। রাজা মিয়া পৌরসভার দক্ষিণ বড়চর (তালুকহড়াই) গ্রামের বাসিন্দা। নিহতের পারিবারিক সূত্র জানায়, রাজা মিয়া দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভোগছিলেন। শায়েস্তাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ অলিউর রহমান জানান, ১৯৯৯ সালে শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে চেয়ারম্যান হয়েছিলেন। এর আগে ১৯৮৩, ১৯৯৩ সালে ৮ নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তিনি। এছাড়াও সেই সময়ে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন রাজা মিয়া। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টায় রেলওয়ে ...

চুনারুঘাট পৌরসভার রাস্তা কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌরসভার ৯নং ওয়ার্ডের রাস্তার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় পৌরসভার ৯নং ওয়ার্ডে কলেজের সামন থেকে খাদিজা ম্যানশন পর্যন্ত আরসিসি ডালাই রাস্তা উদ্বোধন করা হয়। চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু উক্ত কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মোঃ তাজুল ইসলাম কাজল, চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার অলাউদ্দিন, পৌর কাউন্সিলর মোঃ কুতুব আলী, পৌর ইঞ্জিনিয়ার দ্বিজেন্দ্র রায়, সহকারী ইঞ্জিনিয়া লাকী আক্তার ও টিকাদার সাহিদুল ইসলাম রিপন প্রমুখ। উল্লেখ্য, চুনারুঘাট পৌরসভার অর্থায়নে ৫ লাখ টাকা ব্যায়ে উক্ত কাজ সম্পন্ন করা হবে।